India vs England 2021

অনুশীলনে কী ভাবে সবাইকে তাক লাগিয়ে দিলেন হার্দিক পাণ্ড্য, দেখুন ভিডিয়ো

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একটাও ম্যাচে খেলার সুযোগ পাননি হার্দিক পাণ্ড্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০২১ ১১:১৬
Share:

তাক লাগাল হার্দিকের ক্যাচ। ছবি টুইটার

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে একটাও ম্যাচে খেলার সুযোগ পাননি হার্দিক পাণ্ড্য। কিন্তু প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখছেন না এই অলরাউন্ডার। অনুশীলনে লাফিয়ে এক হাতে তাঁর দুরন্ত ক্যাচের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।

Advertisement

রবিবার থেকে চতুর্থ টেস্ট জয়ের লক্ষ্যে অনুশীলনে নেমে পড়েছেন বিরাট কোহালিরা। ব্যাটিংয়ের পর চলছিল ক্যাচ ধরার অনুশীলন। সেখানেই হার্দিককে দেখা যায় একটি উঁচু বলকে ধাওয়া করে অনেকটা লাফিয়ে এক হাতে ক্যাচ নিতে। টুইটারে সেই ভিডিয়ো পোস্ট করেছেন এক অনুরাগী।

উল্লেখ্য, সম্প্রতি টুইটারে হার্দিকের একটি ভিডিয়ো দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সেখানে বিখ্যাত তামিল সিনেমা মাস্টারের গান ‘ভাতি কামিং’-এর ছন্দের সঙ্গে তাল মেলাতে দেখা যায় হার্দিককে। পরে তাঁর সঙ্গে যোগ দেন কুলদীপ যাদবও।

Advertisement

আগামী ৪ মার্চ থেকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (মোতেরা) শুরু হতে চলেছে চতুর্থ টেস্ট। ম্যাচ জিতলে বা ড্র করলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement