Hardik Pandya

টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে গত দেড় মাসে নিজেকে তৈরি করেছেন হার্দিক

হার্দিক বলেন, ‘‘গত দেড় মাস ধরে নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তৈরি করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ২১:২৮
Share:

হার্দিক পাণ্ড্য।

দেড় মাস পরে মাঠে নেমে হার্দিক পাণ্ড্যর মাথায় এখন শুধুই টি-টোয়েন্টি বিশ্বকাপ। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে তিনি বুঝিয়েও দিলেন সেটা। জানিয়ে দিলেন এই সিরিজে তাঁকে বল করতেও দেখা যাবে।

Advertisement

হার্দিক বলেন, ‘‘গত দেড় মাস ধরে নিজেকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য তৈরি করছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রস্তুতিটা গুরুত্বপূর্ণ।’’ এরপরেই তিনি জানিয়ে দেন, ‘‘এই সিরিজে আমাকে বল করতেও দেখা যাবে।’’ ভারতীয় দল নিয়ে তিনি খুশি। বলেন, ‘‘এখন আমাদের দলের যা গভীরতা, তাতে আমরা নিজেদের ঠিক মতো মেলে ধরতে পারব। দল আমার থেকে যা চাইবে, আমাকে যে ভূমিকায় দেখতে চাইবে, সেটাই হবে। তবে আমি খোলা মনেও খেলতে পারি। সেই স্বাধীনতা আমার আছে।’’

Advertisement

ইংল্যান্ড দলেরও প্রশংসা করেন হার্দিক। বলেন, ‘‘ওদের দলেরও যথেষ্ট গভীরতা আছে। ফলে দুর্দান্ত একটা সিরিজ হবে। আসলে টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে যেকোনও সময় ম্যাচের রঙ বদলে যেতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement