india vs england

আট উইকেটে বিরাটের ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে খেলতে নামছে বিরাট কোহলীর ভারত। টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় পায় ভারত। প্রথম ম্যাচে চিপকে হারতে হলেও সিরিজে দারুণভাবে ফিরে আসে ভারতীয় দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ মার্চ ২০২১ ১৮:৪৩
Share:

সহজ জয় পেল ইংল্যান্ড ছবি টুইটার

১৫.৩ ওভার। ছয় মেরে ইংল্যান্ডকে জয় এনে দিলেন মালান। ৮ উইকেটে জয় পেল তারা।
১৫ ওভার। ১২২ রান ইংল্যান্ডের। ওভার থেকে এল ৮ রান। আর দরকার ৩ রান।
১৪ ওভার। ২ উইকেট হারিয়ে ১১৪ রানে পৌঁছে গেল ইংল্যান্ড। দরকার ১১ রান।
১৩ ওভার। মাত্র ১৮ রান দরকার ইংল্যান্ডের। মারমুখি জনি বেয়ারস্টো। ১৫ রান এল এই ওভার থেকে।
১২ ওভার। ৯২ রান করে ফেলল ইংল্যান্ড। ৪৮ বলে দরকার ৩৩ রান।
১১.১ ওভার। অর্ধ শতরান থেকে ১ রান দূরেই থামতে হল রয়কে। ওয়াশিংটনের প্রথম বলেই লেগ বিফোর হয়ে প্যাভেলিয়ানের পথে এই ওপেনার। ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ৮৯।
১১ ওভার। ৮ রান এল ওভার থেকে। ৫৪ বলে ৩৬ দরকার ইংল্যান্ডের।
১০ ওভার। দারুণ বল করলেন চহাল। ৪ রান এল ওভার থেকে। ৬০ বলে দরকার ৪৪ রান।
৯ ওভার। ৫ রান এল হার্দিকের ওভার থেকে। ৭৭ রানে ১ উইকেট ইংল্যান্ডের। ৬৬ বলে ৪৮ রান দরকার।
৮ ওভার। আউট। চহালের বলে লেগ বিফোর হলেন জস বাটলার। ৭২ রানে প্রথম উইকেট খোয়াল ইংল্যান্ড।
৭ ওভার। অক্ষরের ওভার থেকে এল ৮ রান। বিনা উইকেটে ৫৮ ইংল্যান্ড। ৭৮ বলে দরকার ৬৭ রান।
৬ ওভার। পাওয়ার প্লে শেষে ৫০ রান করে ফেলল ইংল্যান্ড। উইকেট হারায়নি তারা।
৫ ওভার। সহজেই রান করে যাচ্ছে ইংল্যান্ড। ১৩ রান এল ওভার থেকে। ৪২ রান করে ফেলল ইংল্যান্ড।
৪ ওভার। উইকেট দরকার ভারতের। শার্দূলের এই ওভার থেকে এল ৮ রান। ২৯ রান করল ইংল্যান্ড।
৩ ওভার। চহালের ওভারে বড় রান করে ফেললেন রয়। শার্দূল ঠাকুরের পায়ের তলা দিয়ে গলল বল। ১১ রান হল। ওভারে ২১ রানে পৌছাল ইংল্যান্ড।
২ ওভার। বহুদিন পর ভারতীয় দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার। ২ ওভার শেষে বিনা উইকেটে ১০ রান করল ইংল্যান্ড।
১ ওভার।
অক্ষর পটেলের প্রথম ওভার থেকে এল ৩ রান।

Advertisement

২০ ওভার। শেষ ভারতের ইনিংস। ইংল্যান্ডকে মাত্র ১২৫ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত।
১৯.৩ ওভার।
মালানের হাতে ক্যাচ দিয়ে ৬৭ রান করে ফিরলেন শ্রেয়স। ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১১৭।
১৯ ওভার। ৯ রান এল এই ওভার থেকে। ভারতের রান ১১৪।
১৮ ওভার। অসাধারণ বোলিং আর্চারের। ৩ রান এল এই ওভার থেকে। ২ উইকেট হারাতে হল ভারতকে। ভারতের রান ১০৫।
১৭.৩ ওভার। প্রথম বলেই আউট শার্দূল ঠাকুর। দুই বলে দুই উইকেট পেলেন আর্চার
১৭.২ ওভার। আউট হলেন হার্দিক। ১৯ রান করে ডাগ আউটে ফিরলেন তিনি।
১৭ ওভার। ১০ রান এল এই ওভার থেকে। ১০০ পেরল ভারত। ১০২ রান করে ফেলল টিম ইন্ডিয়া।
১৬.১ ওভার। অর্ধ শতরান করে ফেললেন শ্রেয়স। ৩৬ বলে।
১৬ ওভার। ৯রান এল এই ওভার থেকে। ৯২ রান করেছে ভয়ার্ত। অর্ধ শতরানের দোরগোড়ায় শ্রেয়স।
১৫ ওভার। অসাধারণ হার্দিক। পাল্টা আক্রমণে ভারতকে লড়াইয়ে রাখার চেষ্টা করছেন তিনি। ১২ রান এল এই ওভার থেকে। ভারতের রান ৮৩।
১৪ ওভার। ৮ রান এল এই ওভার থেকে ভারতের স্কোর ৭১।
১৩ ওভার। রান করতে পারছেন না ভারতীয়রা। অসাধারণ ফাস্ট বোলিং ইংল্যান্ডের। ৬৩ রান করেছে ভারত।
১২ ওভার। মাত্র ৩ রান এল এই ওভার থেকে ভারতের রান ৫৮। ৪ উইকেট হারিয়ে।
১১ ওভার। ভারতের স্কোর ৫৫। ৪ উইকেট হারিয়ে। বল করতে আসছেন উড।
১০ ওভার। আউট পন্থ। স্টোকসের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ৪৮ রানে ৪ উইকেট হারাল ভারত। ক্রিজে এলেন হার্দিক পাণ্ড্য।
৯ ওভার।
মাত্র ৬ রান এল এই ওভার থেকে। ৪০ রান ভারতের।
৮ ওভার।
৫ রান স্টোকসের ওভার থেকে। ভারতের রান ৩৪। বল করতে আসছেন স্যাম কারেন।
৭ ওভার। উডের ওভার থেকে সাত রান এল। ভারতের স্কোর ২৯, ৩ উইকেট হারিয়ে।
৬ ওভার।
পাওয়ার প্লে শেষ। মাত্র ২ রান এল এই ওভার থেকে। ভারতের রান ৩ উইকেট হারিয়ে ২২।
৫ ওভার। আউট
উডের বলে বোল্ড শিখর ধবন। ২০ রানে ৩ উইকেট হারিয়ে বিরাট চাপে ভারত।
৪ ওভার। পাল্টা আক্রমণ করছেন ঋষভ। আর্চারের বলে রিভার্স সুইপে ছয় মারলেন তিনি পরের বলে চার মেরে ১৭ রানে পৌঁছে দেন দলের স্কোর।
৩ ওভার। ব্যাট করতে নেমেই চার মারলেন ঋষভ পন্থ। ৭ রানে ২ উইকেট ভারত।
২.৩ ওভার। ০ রানেই আউট বিরাট কোহলী। উইকেট পেলেন রসিদ। ক্যাচ ধরলেন জর্ডন।
২ ওভার। মেডেন উইকেট জফ্রা আর্চারের। তৃতীয় ওভার করতে আসছেন রসিদ। ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান করেছে ভারত।
১.২ ওভার। আউট। কেএল রাহুল অফ স্ট্যাাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্লেড অন হলেন। ব্যাট করতে নামলেন বিরাট কোহলী।

১ ওভার। দেখে খেলছেন ভারতীয় ওপেনাররা। প্রথম ওভারের শেষে ভারতের রান ২। দ্বিতীয় ওভার করতে আসছেন জফ্রা আর্চার।

Advertisement

শুরু হল খেলা। ব্যাট করছেন কে এল রাহুল ও শিখর ধবন। বল করতে এসেছেন আদিল রসিদ।

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে খেলতে নামছে বিরাট কোহলীর ভারত। টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে জয় পায় ভারত। প্রথম ম্যাচে চিপকে হারতে হলেও সিরিজে দারুণভাবে ফিরে আসে ভারতীয় দল। পাঁচ ম্যাচের এই সিরিজ মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজে ভারতীয় দলে ফিরেছেন ভুবনেশ্বর কুমার। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement