India vs England 2021

ফের মাঠের মধ্যেই লেগে গেল পাণ্ড্য, কারেনের, তবে এ বার অন্য দুই ভাই

২ জনের এমন আচরণের মাঝে আম্পায়ার চলে আসেন। খুব বেশি উত্তপ্ত হয়নি পরিস্থিতি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১২:৫৮
Share:

পর পর ২ ম্যাচে ২ ভাইয়ের মধ্যে বাকযুদ্ধ দেখল দর্শক। ছবি: টুইটার থেকে

সিরিজের প্রথম একদিনের ম্যাচে তর্ক বাধে অভিষেককারী ক্রুণাল পাণ্ড্য এবং ইংল্যান্ডের টম কারেনের মধ্যে। দ্বিতীয় ম্যাচে হার্দিক পাণ্ড্য এবং স্যাম কারেনকে দেখা গেল বাকযুদ্ধে। ইংল্যান্ড ৬ উইকেটে জিতে নেয় দ্বিতীয় ম্যাচ। সিরিজে সমতা ফেরায় তারা। তৃতীয় ম্যাচ কার্যত ফাইনালে পরিণত হল।

Advertisement

পুণেতে শনিবার ব্যাট হাতে ১৬ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক। সেই ইনিংসের সময় স্যাম কারেন ওভার শেষ করে হার্দিকের উদ্দেশে কিছু বলেন। শুনতে পাননি হার্দিক। দৌড়ে আসেন কারেনের কাছে। তাঁকে জিজ্ঞেস করেন কী বললেন তিনি। ২ জনের এমন আচরণের মাঝে আম্পায়ার চলে আসেন। খুব বেশি উত্তপ্ত হয়নি পরিস্থিতি।

ভারত এবং ইংল্যান্ড, ২ দলেই খেলছেন ২ ভাই। ভারতীয় দলে ক্রুণালের অভিষেকের পরে খেলছেন ২ পাণ্ড্য ভাই, তেমনই ইংল্যান্ড দলে রয়েছেন কারেন ভাইরা। পর পর ২ ম্যাচে ২ ভাইয়ের মধ্যে বাকযুদ্ধ দেখল দর্শক।

Advertisement

ম্যাচে ভারতের হয়ে শতরান করেন লোকেশ রাহুল। পরে ইংল্যান্ড ওপেনার জনি বেয়ারস্টোও শতরান করেন। সিরিজ এখন ১-১। রবিবার শেষ ম্যাচে লড়াই জমজমাট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement