India vs England 2021

শতরানের পিছনে ছুটি না বলে এত রান করতে পেরেছি, বললেন বিরাট কোহলী

২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন রাতের টেস্টে শতরান করেছিলেন কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২১ ১০:১৫
Share:

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে যথাক্রমে তাঁর রান ৫৬ এবং ৬৬। ছবি: বিসিসিআই

ছন্দে ফিরেছেন বিরাট কোহলী। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন তিনি। তবে সমর্থকদের প্রত্যাশা শতরানের। সেই শতরান এখনও তাঁর ব্যাট থেকে আসেনি। কোহলী নিজে যদিও সেই বিষয় নিয়ে চিন্তিত নন।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে ৭০টি শতরান রয়েছে কোহলীর। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে যথাক্রমে তাঁর রান ৫৬ এবং ৬৬। সমর্থকরা যখন শতরানের স্বপ্ন দেখছেন, তখন কোহলী বলছেন, “আমি কখনও শতরানের জন্য খেলিনি। সেই জন্যই বোধ হয় অল্প সময় এত রান করতে পেরেছি। দলের জন্য রান করাটাই জরুরী। শতরানের পর যদি দল না জিততে পারে তা হলে সেই শতরানের কোনও মানে নেই। কেরিয়ারের শেষে কেউ সংখ্যা দেখতে বসবে না, কেমন ভাবে খেলেছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ।”

২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে দিন রাতের টেস্টে শতরান করেছিলেন কোহলী। তার পর থেকে কোনও ধরনের ক্রিকেটেই শতরান আসেনি কোহলীর ব্যাট থেকে। একদিনের ক্রিকেটে শেষ শতরান এসেছিল ২০১৯ সালের অগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Advertisement

একটি শতরান করলেই অধিনায়ক হিসেবে রিকি পন্টিংকে টপকে যাবেন তিনি। ঘরের মাঠে শতরান করলে ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement