হার্দিক পাণ্ড্যর হাতে বল তুলে দিলেন না বিরাট কোহলী। কেন? ছবি: পিটিআই
পুণেতে একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে হার বিরাট কোহলীদের। ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরাতে কাল ঘাম ছুটল ভারতের। যখন জেসন রয়ের উইকেট পড়ল, ১১০ রান করে ফেলেছে ইংল্যান্ড। তাও রান আউট হলেন রয়। শতরান করে গেলেন জনি বেয়ারস্টো। ভারতীয় বোলারদের কাউকেই দেখা গেল না ভয়ঙ্কর হয়ে উঠতে। এমন অবস্থাতেও হার্দিক পাণ্ড্যর হাতে বল তুলে দিলেন না বিরাট কোহলী। কেন?
ম্যাচ শেষে সেই প্রশ্ন করা হলে কোহলী বলেন, “ওর শরীর কতটা নিতে পারবে সেটা বুঝতে হবে। কোথায় ওকে ব্যবহার করতে হবে সেটা বোঝা প্রয়োজন। টি২০ সিরিজে ও বল করেছে, কিন্তু একদিনের ক্রিকেটে বল করার মতো চাপ ওর পক্ষে এখনই নেওয়া সম্ভব কি না দেখতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওদের দেশে টেস্ট খেলতে হবে আমাদের। সেখানে পুরো সুস্থ হার্দিককে আমাদের প্রয়োজন।”
ভারত অধিনায়কের কথা অনুযায়ী এখনও পুরোপুরি সুস্থ নন হার্দিক। এই বছর ৪ অগস্ট থেকে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু। এখনও ৪ মাস দূরে রয়েছে সেই সিরিজ। তার আগে আইপিএল খেলবেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এ বারেও কি বল করতে দেখা যাবে না তাঁকে?