India vs England 2021

আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই বাবর আজমের বিশ্বরেকর্ড ভাঙতে পারেন ইংরেজ ওপেনার

শুক্রবার থেকে আমদাবাদে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৭:১৬
Share:

দাউইদ মালান। ফাইল ছবি

শুক্রবার থেকে আমদাবাদে ভারত বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। ইংল্যান্ডের হয়ে সেখানে চোখ থাকবে দাউইদ মালানের দিকে। ক্রিকেটে সংক্ষিপ্ততম ফরম্যাটে তিনি স্বপ্নের ফর্মে রয়েছেন এবং র‌্যাঙ্কিংয়েও বিরাট উন্নতি করেছেন। মালানের সামনে এ বার রয়েছে পাকিস্তানের বাবর আজমের বিশ্বরেকর্ড ভাঙার।

Advertisement

১৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৫৫ রান করেছেন মালান। অর্থাৎ ১০০০ রান করতে চাই আরও ১৪৫। যদি চলতি সিরিজে সেই রান করে ফেলেন ইংরেজ ওপেনার, তাহলে বাবরকে টপকে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে হাজার রান করার রেকর্ড গড়বেন।

বাবরের ১০০০ রান পেরোতে লেগেছিল ২৬ ইনিংস। তিনি ভেঙেছিলেন বিরাট কোহলীর রেকর্ড, যিনি ২৭ ইনিংসে ১০০০ রানে পৌঁছেছিলেন। রেকর্ড করার জন্য মালানের হাতে ছ’টি ম্যাচ রয়েছে। অনেকেই মনে করছেন, দ্রুততম হাজার রান করা সময়ের অপেক্ষা।

Advertisement

তবে সামনে চ্যালেঞ্জও রয়েছে। মালানের ইংল্যান্ডকে খেলতে হবে ঘূর্ণি পিচে। সামনে থাকবেন ভারতের সেরা বোলাররা। শুরুতে ঝড় তুলে মালান যাতে ইংরেজদের জয়ের জায়গায় পৌঁছে না দেন, তার জন্য সচেষ্ট থাকবেন প্রত্যেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement