Ravichandran Ashwin

সাফল্যের বড় কারণ জৈব সুরক্ষা বলয়ে থাকা, বলছেন রবিচন্দ্রন অশ্বিন

তাবড় তাবড় ক্রীড়াবিদরা যখন জৈব সুরক্ষা বলয়কে ‘ভয়’ পাচ্ছেন ঠিক তখনই উল্টো পথে হেঁটে জৈব সুরক্ষা বলয়ের সুফলের কথা শোনা গেল রবিচন্দ্রন অশ্বিনের মুখে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১৪:৪২
Share:

ছবি টুইটার

তাবড় তাবড় ক্রীড়াবিদরা যখন জৈব সুরক্ষা বলয়কে ‘ভয়’ পাচ্ছেন ঠিক তখনই উল্টো পথে হেঁটে জৈব সুরক্ষা বলয়ের সুফলের কথা শোনা গেল রবিচন্দ্রন অশ্বিনের মুখে।

Advertisement

কয়েক মাসের এই যাত্রাকে ‘সবচেয়ে সুখের মুহূর্ত’ বলে মনে করেন অশ্বিন। তিনি বলেন, ‘‘আমি দারুণ উপভোগ করেছি এই সময়টা। আমার দারুণ লেগেছে জৈব সুরক্ষা বলয়ে থাকা দিনগুলো। আমি ভাবিনি কোনও দিন এভাবে এতটা সময় আমার সতীর্থদের সঙ্গে কাটাতে পারব। এটাই আমাদের সাফল্যের কারণ।’’

তবে এটা যে কষ্টকর তা মেনে নিলেও এই বলয়ে থাকার ফলেই ভারতীয় দল দারুণ ভাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারাতে পেরেছে বলে মনে করেন এই অফস্পিনার। অশ্বিন বলেন, ‘‘একসঙ্গে থাকার ফলে একাত্মবোধ তৈরি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। আমি এত বছর খেলেও এটা দেখিনি। প্রত্যেকেই একে অপরকে ভালো ভাবে চিনতে পেরেছে।’’

Advertisement

তিনি আরও বলেন, ‘‘এই জিনিসগুলো পুরোপুরি আলাদা। আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুটি সিরিজেই পিছিয়ে থেকে জয় পেয়েছি। তার অন্যতম কারণ এই জৈব সুরক্ষা বলয়।’’

শেষ ছয় মাসে ভাল খেলার ফল পেয়েছে ভারত, এমনটাই মনে করছেন অশ্বিন। তিনি বলেন, ‘‘আমরা যতবার কঠিন সমস্যার মধ্যে পড়েছি, ততবার আমাদের দলের কেউ না কেউ ভাল খেলে দিয়েছে। এটা থেকেই বোঝা যায় আমাদের দলের বোঝাপড়া কতটা ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement