India vs England 2021

চহালের ‘সেনোরিটা’-কে চেনেন? কী বললেন স্ত্রী ধনশ্রী?

প্রথম ম্যাচে জায়গা হয়নি চহালের। রোহিত ওপেন করেন শিখর ধওয়নের সঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৩:৪৪
Share:

ধনশ্রীর সঙ্গে চহাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

একদিনের সিরিজের প্রথম ম্যাচ জিতে অনেকটা হালকা মেজাজে ভারতীয় শিবির। মধ্যাহ্নভোজের ছবি পোস্ট করেন রবি শাস্ত্রী। দলের একতার ছবি তুলে ধরেছিলেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তেমনই একটা ছবি দেখা গেল যুজবেন্দ্র চহালের পেজে। সেখানে রোহিত শর্মার সঙ্গে একটা ছবি পোস্ট করেন তিনি। ছবির নীচে লেখা ‘সেনোরিটা’।

Advertisement

ছবিতে দেখা যায় রোহিত একটা হলুদ ফুল তুলে দিচ্ছেন চহালের হাতে। সেই ছবিতে বক্তব্য রাখেন চহালপত্নী ধনশ্রী। তিনি লেখেন, ‘ওদের পোজ দেওয়ার জন্য কখনও বলতে হয় না।’ ছবিটি ধনশ্রীই তুলেছেন, কিন্তু সেই কথা উল্লেখ করেননি চহাল। তাই রাগ হয়েছে ধনশ্রীর। তিনি মজা করে লেখেন, ‘ধন্যবাদ আমাকে ছবি তোলার কৃতিত্ব দেওয়ার জন্য’।

প্রথম ম্যাচে জায়গা হয়নি চহালের। রোহিত ওপেন করেন শিখর ধওয়নের সঙ্গে। ৪২ বলে ২৮ রান করেন রোহিত। দ্বিতীয় ম্যাচেও দলে জায়গা হয়নি চহালের। তবে ভারতীয় দল যে সুখি পরিবার তা ফুটে উঠছে নেটমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement