ছবি টুইটার
চিপকে অভিষেক টেস্ট ম্যাচে ৫ উইকেট পাওয়ার পর ঘরের মাঠে তৃতীয় টেস্টের প্রথম দিনেই ৬ উইকেট তুলে নিলেন অক্ষর প্যাটেল। দিনের শেষে নিজের সাফল্য নিয়ে মুখ খুললেন বাঁ হাতি এই স্পিনার। সঠিক ভাবে বল ডিফেন্স করতে না পারায় সমস্যায় পড়েছেন ইংরেজ ব্যাটসম্যানরা, এমনটাই মনে করেন অক্ষর। তিনি বলেন, ‘‘এখন অনেক টি ২০ খেলা হচ্ছে। ফলে ব্যাটসম্যানরা অনেক বেশি আক্রমণাত্মক। সেই কারণেই উইকেটে বল রেখেই সাফল্য আসছে। ব্যাটসম্যানরা ভাল করে ডিফেন্স করতে পারলে বোলারকে অন্য কিছু ভাবতে হয়। কিন্তু শুরু থেকেই সুইপ বা রিভার্স সুইপ মারতে থাকলে বোলারের কাছে সুযোগ বেশি চলে আসে।’’
অক্ষর আরও বলেন, ‘‘নিজের ভাল সময়টাকে কাজে লাগানো জরুরী। আমি উইকেটে বল রাখতে চেষ্টা করে গিয়েছি। চেন্নাইয়ের পিচে বল ‘স্কিড’ করছিল না। এখানে সেটা হওয়ায় অনেক লেগ বিফোর হয়েছে। ৮৫-৯০ কিলোমিটার বেগে বল করে গিয়েছি।’’
প্রথম দিনে অক্ষর ও অশ্বিনের দাপটে ১১২ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানে ৩ উইকেট হারিয়েছে ভারত। ক্রিজে আছেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে।