joe root

দু’দিনে শেষ হওয়া টেস্ট নিয়ে পর্যালোচনা চান না জো রুট

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৫৪
Share:

ছবি টুইটার

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১০ উইকেটে হারার পর হতাশ ইংল্যান্ড অধিনায়ক জো রুট। কোনও অজুহাতও দিতে রাজি নন তিনি। টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫০ –র কাছাকাছি রান করা উচিত ছিল বলে মনে করেন রুট। তিনি বলেন, ‘‘আমরা প্রথমে টসে জিতে ব্যাট করলেও সুযোগটা কাজে লাগাতে পারিনি। ২৫০ রানের কাছাকাছি করা উচিত ছিল তবেই সেটা ভাল স্কোর হতে পারত।’’

Advertisement

সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে এই টেস্ট নিয়ে বেশি কাটাছেঁড়া করতে চান না রুট। চতুর্থ টেস্টে দলে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দাবি তাঁর। তিনি বলেন, ‘‘আমরা চাই শেষ ম্যাচে কিছু নতুন ভাল ব্যাটসম্যানকে খেলাতে, যারা বড় রান করতে পারে। এই ম্যাচ নিয়ে পর্যালোচনা করতে চাই না।’’

গোলাপি বলে প্লাস্টিকের আস্তরণ থাকায় উভয় দলের ক্রিকেটাররাই সমস্যায় পড়েছেন বলে মনে করেন রুট। তিনি বলেন, ‘‘প্লাস্টিকের আস্তরণ থাকার ফলে বল আরও ধীরে আসছিল। সেই কারণেই দুই দলের ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement