বিরাট নজির কোহালির। ফাইল ছবি
বিরাট কোহালির মুকুটে যোগ হল নতুন পালক। দেশের মাটিতে ২২টি টেস্ট জিতলেন ভারত অধিনায়ক। ভেঙে দিলেন পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত।
দেশের মাটিতে কোহালির নেতৃত্বে ২৯টি টেস্ট খেলেছে ভারত। তার মধ্যে ২২টিতেই জিতেছে তারা। ধোনি দলকে ঘরের মাটিতে নেতৃত্ব দিয়েছিলেন ৩০টি ম্যাচে। তিনি জেতেন ২১ বার।
কোহালি ইতিমধ্যেই টেস্টে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক হয়ে রয়েছেন। এদিনের জয়ের পর ৫৯টি ম্যাচে তাঁর দল জিতেছে ৩৫টিতে। দ্বিতীয় ধোনি। তাঁর নেতৃত্বে ৬০টি ম্যাচের মধ্যে ২৭টি জিতেছে ভারত। জয়ের তালিকায় তৃতীয় যথাক্রমে সৌরভ গঙ্গোপাধ্যায় (২১) এবং মহম্মদ আজহারউদ্দিন (১৪)।
এদিন ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৪৫ রানে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৮১ রানে গুটিয়ে যায় ইংরেজরা। লক্ষ্যমাত্রার ৪৯ রান ৭.৪ ওভারে বিনা উইকেটে তুলে নেয় ভারত।