হতাশ কোহলী। ছবি: টুইটার থেকে
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬৬ রান করেন বিরাট কোহলী। সমর্থকরা যখন তিন অঙ্কের ভাবনা শুরু করেছেন সেই সময়ই বিপত্তি। আদিল রশিদের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। নিজেও ভাবতে পারেননি এই ভাবে শেষ হবে ইনিংস। বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে ৯ বার কোহলীর উইকেট নিলেন রশিদ।
কোহলী সব থেকে বেশি বার আউট হয়েছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এখনও অবধি ১০ বার কোহলীর উইকেট নিয়েছেন তিনি। পুণেতে কোহলীর উইকেট নেওয়ার সঙ্গেই রশিদ পৌঁছে গেলেন এই তালিকার দ্বিতীয় নম্বরে। ৯ বার কোহলীর উইকেট নিলেন তিনি। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন এবং প্রাক্তন স্পিনার গ্রেম সোয়ান ৮ বার করে কোহলীর উইকেট নিয়েছেন সব ধরনের ক্রিকেট মিলিয়ে।
সদ্য শেষ হওয়া টি২০ সিরিজেও রশিদের বলে ২ বার আউট হয়েছিলেন কোহলী। আউট হওয়ার আগে যদিও ৩ নম্বরে ব্যাট করতে নেমে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন তিনি। রিকি পন্টিংয়ের পর তিনিই প্রথম কোনও ক্রিকেটার যিনি ৩ নম্বরে ব্যাট করে ১০ হাজার রান করলেন।