Virat Kohli

বিশেষ দুজনের পরামর্শ নিয়ে ছন্দে ফিরলেন কোহলী

অবশেষে ছন্দে ফিরলেন বিরাট কোহলী। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে অর্ধ শতরান করে দলকে জেতানোর পর ছন্দে ফেরার রহস্য ফাঁস করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২১ ০০:০১
Share:

দ্বিতীয় টি২০ ম্যাচে ছন্দে ফিরলেন ভারত অধিনায়ক ছবি টুইটার

অবশেষে ছন্দে ফিরলেন বিরাট কোহলী। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে অর্ধ শতরান করে দলকে জেতানোর পর ছন্দে ফেরার রহস্য ফাঁস করলেন তিনি। আইপিএলে তাঁর সতীর্থ এবি ডিভিলিয়ার্স ও তাঁর জীবনের সতীর্থ অনুষ্কা শর্মার পরামর্শ মেনেই ফর্মে ফিরেছেন ভারত অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘আমার সঙ্গে এবি ডিভিলিয়ারর্সের কথা হয়েছে ম্যাচের আগেই। ও আমায় বল দেখে খেলার পরামর্শ দেয়। সেটাই মেনে চলেছি। অনুষ্কাও সবসময় আমায় অনেক কথাই বলে। ওর পরামর্শও আমার কাজে লেগেছে।’’

Advertisement

বিরাট প্রশংসা করেন অভিষেকেই অর্ধ শতরান করা ঈশান কিষাণের। তিনি বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় বল কিছুটা থমকে আসছিল। আমি ঈশানের কথা বলব। ও যেভাবে খেলেছে তাতে কাজটা সহজ হয়ে যায়। আমি শুধু আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই খেলে গিয়েছি।’’ আইপিএলে ভাল খেলার কারণেই দ্বিতীয় টি ২০ ম্যাচে ভাল খেলতে পেরেছেন ঈশান। তিনি বলেন, ‘‘আইপিএলে ভাল খেলার কারণেই ভয়ডরহীন ভাবে খেলেছে ঈশান। আমাদের একটা জুটি তৈরি করা দরকার ছিল। সেটা আমরা করতে পেরেছি। আগামী কিছু দিনে ও আরও পরিণত হবে এবং এই দলের একজন দামী সদস্য হয়ে উঠবে বলে আমার মনে হয়।’’

শুধু ঈশানের নয়, বিরাট প্রশংসা করেন ভারতের বোলারদেরও। তিনি বলেন, ‘‘আমরা সব বিভাগেই ভাল খেলেছি। বিশেষত শেষ পাঁচ ওভারে আমরা ইংল্যান্ডকে ৩৪ রানে বেঁধে রাখতে পেরেছি। ওয়াশিংটন সুন্দরের কথা বিশেষভাবে বলা দরকার। প্রত্যেকেই ভাল খেলেছে। আমরা সবসময়ই ম্যাচটায় এগিয়ে ছিলাম। এভাবেই টি২০ ম্যাচে খেলা উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement