ম্যাথু ওয়েড। -ফাইল চিত্র।
ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে আরও ধারাবাহিকতা দেখানো হোক। টিম পেনের আউট নিয়ে বিরক্ত ম্যাথু ওয়েড এ কথাই বললেন সাংবাদিক বৈঠকে।
সোমবার পেনের উইকেট নেন জাডেজা। ভারতের বাঁ হাতি অলরাউন্ডার যখন পেনের উইকেটের জন্য আবেদন করেন, তখন অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। কিন্তু অধিনায়ক অজিঙ্ক রাহানে সঙ্গে সঙ্গেই ডিআরএস নেন। তিনি এবং জাডেজা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে পেন আউট। সেই কারণে তাঁরা চটজলদি ডিআরএস নিয়ে নেন। রিভিউয়ে হট স্পটে কিছু ধরা পড়েনি। কিন্তু স্নিকোর গ্রাফে ওঠা-নামা দেখা যায়। সেই কারণে আউট দেওয়া হয় পেনকে। আর এই সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওয়েড বলেছেন, ‘‘ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে আরও ধারাবাহিকতা দেখানো জরুরি।’’
ওয়েড প্রসঙ্গক্রমে চেতেশ্বর পূজারার উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘‘পেনের ক্ষেত্রে যা ঘটেছে, পূজারার ক্ষেত্রেও সেটাই ঘটেছিল। পূজারার ক্ষেত্রেও স্নিকোয় হাল্কা স্পাইক দেখা যায়। অথচ একজনকে আউট দেওয়া হয়, আর একজনকে দেওয়া হয়নি। পূজারার বেলায় আমি পরিষ্কার শব্দ শুনতে পেয়েছিলাম। আমি তখন প্রথম স্লিপে দাঁড়িয়েছিলাম। আর বলের কাছাকাছি ছিল কেবল পূজারার ব্যাটই। তার পরে আমরা যা দেখলাম, তা সবাই দেখল। খুব হাল্কা একটা স্পাইক দেখা দিয়েছে। আউট বা নট আউট, তা নিয়ে বলার আগে কেবল একটাই কথা বলব, তা হল, প্লেয়ার হিসেবে ধারাবাহিকতাই দেখতে চাই ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে।’’
আরও পড়ুন: ফের বোলারদের দাপট, ৬ উইকেট হারিয়ে ২ রানের লিড নিল অজিরা
আপত্তি এখানেই ওয়েডের। সেই কারণেই পেনের আউট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
তবে ব্যাটিং ব্যর্থতার জন্য ওয়েড অবশ্য নিজেদেরই দুষেছেন। পিঙ্ক বল টেস্ট জিতে বক্সিং ডে টেস্টে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৩। লিড মাত্র ২ রানের। ওয়েড বলছেন, ‘‘আমাদের এই অবস্থার জন্য আমরাই কেবল দায়ী। ওরা শুরু থেকেই রাশ হাতে নিয়েছিল।’’
অজিদের ইনিংসে ওয়েড এবং লাবুশানে কেবল ২০ রানের বেশি করেন। বাকিদের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। ভারতীয় বোলারদের প্রশংসা করে ওয়েড বলছেন, ‘‘ক্রিজে গিয়ে রান করাই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু ওরা আমাদের কাজটা কঠিন করে দিয়েছিল। ওরা বেশ ভাল বোলিং করেছে।’’