India vs Australia

লজ্জার হার ভারতের, ছয় মেরে গোলাপি বলের টেস্ট জয় অস্ট্রেলিয়ার

জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৯০ রান। 

Advertisement

সংবাদ সংস্থা

অ্যাডিলেড শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৯:৪০
Share:

অজি পেসে ধ্বংস ভারতীয় ব্যাটিং। ছবি: সোশ্যাল মিডিয়া

জয়ী অস্ট্রেলিয়া | ২১ ওভার | অস্ট্রেলিয়া ৯৩/২ | ছয় মেরে প্রথম টেস্ট জয় অস্ট্রেলিয়ার।

Advertisement

উইকেট | আউট লাবুশানে। অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

উইকেট | আউট ওয়েড। ঋদ্ধির উপস্থিত বুদ্ধিতে ভারত প্রথম উইকেট পেল। ৫৩ বলে ৩৩ রান করে ফিরলেন তিনি।

Advertisement

১০ ওভার | অস্ট্রেলিয়া ৪৭/০ | ওপেনিং জুটিতেই জয়ের পথে অস্ট্রেলিয়া। যে পিচে আগুন ঝরালেন কামিন্সরা। সেখানেই নির্বিষ দেখাচ্ছে বুমরাদের।

ডিনার | ৫ ওভার | অস্ট্রেলিয়া ১৫/০ | জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন আর ৭৫ রান। তৃতীয় দিনে প্রথম সেশনের শেষে অস্ট্রেলিয়া জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছে। এখন শুধুই সময়ের অপেক্ষা।

১ ওভার | অস্ট্রেলিয়া ৪/০ | ভারতীয় দলকে ৩৬ রানে গুটিয়ে দিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে যে মন্থর অস্ট্রেলিয়াকে দেখা গিয়েছিল এই মুহূর্তে সেই সম্ভবনা বোধ হয় নেই। শুরুতেই ৪ মেরে সেটাই বোঝালেন ম্যাথু ওয়েড।

শুরু অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।

২১.২ ওভার | ভারত ৩৬/৯ | শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। চোট পেয়ে মাঠ ছাড়লেন শামি। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৯০ রান।

চোট | হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন শামি। বল করার সম্ভবনা নেই বললেই চলে। আরও বিপদ বাড়ল ভারতের।

উইকেট | আউট হনুমা। ভারতের শেষ ভরসাও ফিরলেন প্যাভিলিয়নে। ৫ উইকেট নিলেন হ্যাজেলউড।

উইকেট | আউট অশ্বিন। পর পর ২ বলে উইকেট নিলেন হ্যাজেলউড। ২০০তম টেস্ট উইকেট নিলেন তিনি। হ্যাটট্রিক বলের অপেক্ষায় অজি পেসার।

উইকেট | আউট ঋদ্ধিমান। হ্যাজেলউডের বলে লাবুশানের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। দল যখন তাঁর ব্যাটের দিকে তাকিয়ে ছিল বড় রানের জন্য, তখন ফের ব্যর্থ ঋদ্ধি।

১৭ ওভার | ভারত ২৪/৬ | বিপর্যস্ত ভারত। এমন ভয়ঙ্কর অবস্থার কথা কোনও ক্রিকেট বিশেষজ্ঞর পক্ষেই ভাবা সম্ভব হয়নি। দিনের শুরুতে সঞ্জয় মঞ্জরেকর ৩০০ রানের লিডের কথা বলছিলেন। কিন্তু এই মুহূর্তে তা দিবাস্বপ্ন। কামিন্স বুঝিয়ে দিলেন কেন তিনি টেস্টে এক নম্বর বোলার। একাই ৪ উইকেট তুলে নিলেন তিনি। অন্য ২ উইকেট নিয়েছেন হ্যাজেলউড।

উইকেট | আউট বিরাট। ভারত অধিনায়কের উইকেট নিলেন কামিন্স। মাত্র ৪ রান করে গ্রিনের হাতে ক্যাচ তুলে দেন বিরাট।

উইকেট | আউট রাহানে। ভারতের সহ-অধিনায়ক ফিরলেন কোনও রান করেই। একের পর এক ব্যাটসম্যানকে হারিয়ে চাপে ভারত।

উইকেট | আউট ময়াঙ্ক। ওপেনার ময়াঙ্ক দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ। ৪০ বলে ৯ রান করে ফিরলেন তিনি।

১২ ওভার | ভারত ১৫/৩ | দিনের খেলার শুরুতেই কামিন্স ২ উইকেট নিয়ে লড়াইটা ফিরিয়ে দিলেন ভারতীয় শিবিরে। ক্রিজে রয়েছেন ওপেনার ময়াঙ্ক এবং অধিনায়ক বিরাট কোহালি। প্রথম ইনিংসে হাত ছাড়া হওয়া সেঞ্চুরি কি দ্বিতীয় ইনিংসে করতে পারবেন ভারত অধিনায়ক?

উইকেট | আউট পূজারা। বড় উইকেট পেলেন কামিন্স। ভারতের ইনিংস গড়ার প্রধান ব্যাটসম্যানটিকেই তুলে নিলেন তিনি। কোনও রান না করেই ফিরলেন পূজারা।

উইকেট | আউট বুমরা। রাত প্রহরী হিসেবে শুক্রবার নেমেছিলেন তিনি। শনিবার খেলা শুরু হতেই কামিন্সের বলে তাঁর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। ১৭ বলে ২ রান করে ফিরলেন বুমরা।

শুরু তৃতীয় দিনের খেলা।

অ্যাডিলেডে দ্বিতীয় দিনের শেষে কিছুটা ভাল জায়গায় ভারত। সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নিতে চাইবে বিরাটবাহিনী। সেই জন্য দরকার বড় লিড। খেলা সবে তৃতীয় দিনে, এর মধ্যেই ২ দল তাদের প্রথম ইনিংস খেলে ফেলেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পড়েছে টিম ইন্ডিয়া।

শুক্রবার ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। তার জবাব দিতে নেমে দুশো রানও করতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯১ রানে স্টিভ স্মিথদের থামিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিনরা। ৪ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ৫৩ রানে লিড পায় ভারত। সেই লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে নেমে শুরুতেই হারাতে হয় ওপেনার পৃথ্বী শ। তাঁকে নিয়ে এবার সত্যিই বোধহয় ভাবার সময় এসেছে টিম ম্যানেজমেন্টের। পৃথ্বীর আউট হওয়ার ধরণ বেশ চিন্তার কারণ দলের পক্ষে। একই ভুল বার বার করছেন তিনি।

শনিবার ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে শুরু করবেন যশপ্রীত বুমরা। তাঁদের জুটি কতক্ষণ টিকে থাকে সেই দিকে নজর থাকবে। ভারতীয় ব্যাটসম্যানরা চাইবেন অন্তত রবিবার অবধি ব্যাট করে স্কোরবোর্ডে বড় রান তুলে নিতে। উল্টো দিকে মিচেল স্টার্করা চাইবেন শনিবারই শেষ করে দিতে ভারতকে। সিরিজের প্রথম ম্যাচে যে দল জয় পাবে তাদের আত্মবিশ্বাস যে বেশ খানিকটা বেড়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement