Stuart Broad

চিপকের উইকেট নিয়ে উল্টো সুর এই ইংল্যান্ড জোরে বোলারের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪০
Share:

ফাইল চিত্র

চেন্নাইয়ের দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে সমালোচনার কারণ দেখছেন না ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন, মার্ক ওয়রা চিপকের পিচ নিয়ে সমালোচনা করেছিলেন। এক দৈনিকের কলামে ব্রড লিখেছেন, ‘‘আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। চেন্নাই টেস্টের প্রথম দিনে আমার তেমন কিছু মনে হয়নি। ঘরের মাঠে খেলার একটা সুবিধা সবারই থাকে। আর সেটা নেওয়ার মধ্যে কোনও অন্যায় নেই বলেই মনে হয় আমার।’’

Advertisement

দ্বিতীয় টেস্টে প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলের থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বোলিংয়ে পরিবর্তন ঘটিয়েছেন ব্রড। এমনটা জানালেন নিজেই। তিনি লেখেন, ‘‘আমি অনিল কুম্বলের মতো করে লেগ কাটার গুলো দিতে থাকি। সেই বল মাটিতে পড়ার সময় বুঝতে পারি পিচ কেমন।’’

তৃতীয় টেস্টে ভারতের জয় যে সহজ হবে না তা বুঝিয়ে দিয়েছেন ইংল্যান্ড পেসার। তিনি লেখেন, ‘‘ আপনি যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হন তবে ভারতে এসে গোলাপি বলের টেস্ট খেলাই ভাল। তবে বর্তমানে ভারতেও বেশ কিছু অসাধারণ জোরে বোলার আছেন যারা ভাল খেলছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement