ICC

কাল থেকে শুরু ওয়েস্ট ইন্ডিজ সফর, দেখে নিন নতুন ভারতের সম্ভাব্য টি২০ একাদশ

বিশ্বকাপের পর ভারতের প্রথম ম্যাচ। খেলতে নামতে হবে টি-টোয়েন্টি-র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে শনিবার আমেরিকার ফ্লোরিডায়। টেস্ট বা একদিনের ম্যাচে ভারতীয়রা এগিয়ে থাকলেও টি২০-তে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিধর। তিনবার ক্যারিবিয়ান সফরে ভারত টি২০ সিরিজ খেললেও জিতেছে মাত্র একবার। দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১০:৪৫
Share:
০১ ১২

বিশ্বকাপের পর ভারতের প্রথম ম্যাচ। খেলতে নামতে হবে টি-টোয়েন্টি-র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ হবে শনিবার আমেরিকার ফ্লোরিডায়। টেস্ট বা একদিনের ম্যাচে ভারতীয়রা এগিয়ে থাকলেও টি২০-তে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিধর। তিনবার ক্যারিবিয়ান সফরে ভারত টি২০ সিরিজ খেললেও জিতেছে মাত্র একবার। দেখে নেওয়া যাক এই ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ।

০২ ১২

শিখর ধওয়ন- বিশ্বকাপের মাঝে চোট পেয়ে ছিটকে গেলেও এখন পুরোপুরি সুস্থ। খেলতে পারেন প্রথম একাদশেও। তবে ভারত অধিনায়ক যদি টি২০-তে ওপেন করতে চান, তাহলে হয়তো বসতে হতে পারে তাঁকে। শুরুতে তাঁর মতো বিধ্বংসী ওপেনারকে বসিয়ে রাখতে চাইবে কিনা টিম ম্যানেজমেন্ট তাও একটা প্রশ্ন।

Advertisement
০৩ ১২

রোহিত শর্মা- বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারী। রয়েছেন দুরন্ত ফর্মে। তাঁর ও বিরাটের মধ্যে সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বেশ কিছু রিপোর্টে। তা নিয়ে মুখ না খুললেও এখন শুধুই অপেক্ষা মাঠে নেমে হিট-ম্যানের হিট শো দেখানোর।

০৪ ১২

বিরাট কোহালি- বিশ্বের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাঁকে। কিন্তু টেস্ট ও একদিনের ম্যাচে এক নম্বর র‍্যাঙ্কিং-এ তিনি থাকলেও টি২০ র‍্যাঙ্কিং-এ নেই প্রথম দশেও। এই র‍্যাঙ্কিং নিশ্চয়ই বদলাতে চাইবেন তিনি। দেখা যাক নিজেকে মানিয়ে নিতে পারেন কিনা ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে।

০৫ ১২

লোকেশ রাহুল- ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি২০ র‍্যাঙ্কিং-এ তিনিই সেরা। যদিও এই ফরম্যাটে ওপেন করতেই দেখা যায় তাঁকে। তবে ‘গব্বর’ দলে থাকলে সেই সুযোগ তিনি পাবেন বলে মনে হয় না। চার নম্বরেই হয়তো দেখা যাবে তাঁকে।

০৬ ১২

ঋষভ পন্থ- দলের উইকেটরক্ষক তিনি। ব্যাট হাতে বিধ্বংসী হতে পারেন যে কোনও সময়। অনেক সময় তা বিপদ ডেকে আনে দলের জন্য। সেই দায়িত্ব নেওয়ার কাজটাই দ্রুত শিখে নিতে হবে পন্থকে।

০৭ ১২

ক্রুণাল পাণ্ড্য- বিশ্রামে রয়েছেন হার্দিক। তবে দলে রয়েছেন তাঁর দাদা। সুযোগ পেতে পারেন প্রথম একাদশেও। ব্যাট-বল দুই বিভাগেই সমান দক্ষতা দেখাতে পারেন। টি২০-র জন্য খুব কার্যকরই এক খেলোয়াড় তিনি।

০৮ ১২

রবীন্দ্র জাডেজা- স্যর জাড্ডু-র মতো একজন ফিল্ডার, বোলার ও ব্যাটসম্যানের প্যাকেজকে বসিয়ে রাখা খুব বুদ্ধিমানের কাজ হবে না বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে। তিনি মাঠে থাকা মানে বেড়ে যাবে রানআউটের সুযোগও।

০৯ ১২

রাহুল চাহার- দলে প্রথম বারের জন্য সুযোগ পেয়েছেন। ‘কুল-চা’ জুটির না থাকার সুযোগ কাজে লাগাতে পারে কিনা নতুন লেগ স্পিনার সেটাই এখন দেখার।

১০ ১২

ভুবনেশ্বর কুমার- এই দলের অভিজ্ঞতম বোলার তিনিই। দলের বোলিং বিভাগের বড় দায়িত্ব নিতে হবে তাঁকেই। নতুন বোলারদের সঙ্গে নিয়ে তিনি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেই অপেক্ষায় ভারতীয় দর্শক।

১১ ১২

খলিল আহমেদ- জাহির খানের পর ভারতীয় দলে নিয়মিত বাঁ-হাতি পেসারের অভাব দেখা গিয়েছে। যে অভাব খলিল মেটাতে পারেন বলে মনে করছে ভারতীয় বোর্ড। সুযোগ দেওয়া হয়েছে তাঁকে। ক্যারিবিয়ান সফরেই তাঁকে প্রমাণ করতে হবে নিজেকে।

১২ ১২

দীপক চাহার-দুই ভাইকে এক সঙ্গেআবার ভারতীয় দলে দেখা যেতে পারে। আইপিএলে চেন্নাই-এর হয়ে দারুণ পারফর্ম্যান্স তাঁকে সুযোগ এনে দিয়েছে ভারতীয় দলে। এখন দেখার তিনি সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement