অভিমন্যু ঈশ্বরন।—ফাইল চিত্র।
অভিমন্যু ঈশ্বরনের দাপটে এ বারের দলীপ ট্রফি চ্যাম্পিয়ন ভারত ‘রেড’ দল। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ইনিংস ও ৩৮ রানে ভারত ‘গ্রিন’-কে হারালেন অভিমন্যুরা।
ভারত ‘গ্রিন’-এর প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৩১ রানে। জয়দেব উনাদকাটের চার উইকেটের দাপটে ধস নামে ফৈয়জ় ফজ়লের ব্যাটিং অর্ডারে। জবাবে প্রথম ইনিংসে ৩৮৮ রানে অলআউট ভারত ‘রেড’। ৩০০ বলে ১৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন বাংলার অধিনায়ক। মোট ১৬টি চার ও দু’টি ছয়ের সৌজন্যে এই ইনিংস গড়েন ‘রেড’ দলের ওপেনার। কঠিন পিচে অভিমন্যুর এই ইনিংস বিপক্ষ শিবিরে চাপ তৈরি করে। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকা ভারত ‘গ্রিন’ শেষ হয়ে যায় ১১৯ রানে। ৫.৫ ওভার বল করে ১৩ রানে পাঁচ উইকেট অফস্পিনার অক্ষয় ওয়াখরের।
ম্যাচ সেরার পুরস্কার যদিও দেওয়া হয় অভিমন্যুকে। দলীপের ফাইনালে তাঁর দলের বাকি ব্যাটসম্যানেরা যেখানে কোনও হাফসেঞ্চুরিও করতে পারেননি, সেখানে ক্রিজ কামড়ে পড়েছিলেন বাংলার অধিনায়ক। কেন জাতীয় নির্বাচকেরা তাঁর নাম নিয়ে চর্চা করছেন তার প্রমাণ পাওয়া গেল অভিমন্যুর ব্যাটিংয়ে। সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে নতুন টেস্ট ওপেনারকে দেখে নেওয়ার সময় হয়ে গিয়েছে। অনেকেই রোহিত শর্মাকে টেস্ট ওপেনার হিসেবে দেখতে চান। রোহিতের সঙ্গেই অভিমন্যুর নামও উঠতে পারে নির্বাচকদের আলোচনায়।