নিখাত জারিন। —ফাইল চিত্র
কুস্তি নিয়ে ডামাডোলের মাঝেই এশিয়ান গেমসের জন্য ১৩ সদস্যের বক্সিং দল ঘোষণা করল ভারতীয় বক্সিং সংস্থা। তালিকায় সাত পুরুষ ও ছ’জন মহিলা বক্সার রয়েছেন। পুরুষদের মধ্যে যেমন শিবা থাপা রয়েছেন, তেমনই মহিলাদের দলে রয়েছেন লভলীনা বরগোঁহাই, নিখাত জারিনের মতো বক্সার। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝৌয়ে হবে এশিয়ান গেমস।
এশিয়ান গেমসে ছ’বারের পদকজয়ী শিবা ৬৩.৫ কেজি বিভাগে খেলবেন। এশিয়ান গেমসে ছ’টি পদক ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী লভলীনা এবং দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা কমনওয়েলথ গেমসে সোনাজয়ী নিখাতের উপরেও ভরসা রয়েছে ভারতের। ৭৫ কেজি বিভাগে খেলবেন লভলীনা। নিখাত খেলবেন ৫০ কেজি বিভাগে।
ভারতীয় বক্সিং সংস্থার সভাপতি অজয় সিংহ বলেন, ‘‘আমরা খুব শক্তিশালী দল পাঠাচ্ছি। বেশ কিছু দিন ধরে ওরা প্রস্তুতি চালাচ্ছে। এশিয়ান গেমসে ওদের সাফল্য নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। গত কয়েক বছরে বিশ্ব স্তরে ভারতীয় বক্সাররা দাপট দেখিয়েছে। অলিম্পিক্স থেকে শুরু করে কমনওয়েলথ গেমসে আমরা সেটা দেখেছি। এ বার এশিয়ান গেমসেও আমরা দাপট দেখাব।’’
এশিয়ান গেমসে ভারতীয় দল—
পুরুষদের দল: দীপক ভোরিয়া (৫১ কেজি), সচিন (৫৯ কেজি), শিবা থাপা (৬৩.৫ কেজি), নিশান্ত দেব (৭১ কেজি), লক্ষ্য চাহার (৮০ কেজি), সঞ্জিত কুমার (৯২ কেজি), নরেন্দ্র বেরওয়াল (৯২ কেজির বেশি)।
মহিলাদের দল: নিখাত জারিন (৫০ কেজি), প্রীতি (৫৪ কেজি), পারভিন (৫৭ কেজি), জাসমিন লাম্বোরিয়া (৬০ কেজি), অরুন্ধতী চৌধরি (৬৬ কেজি), লভলীনা বরগোঁহাই (৭৫ কেজি)।