Hardik Pandya

থাকতে পারলেন না হার্দিক পাণ্ড্যও, দাদা ক্রুণালের সাফল্যে কেঁদে ফেললেন তিনিও

তাঁর ডান হাতের অংশ দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা করছিলেন এই অলরাউন্ডার। নেটমাধ্যমের যুগে এই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ২০:০৮
Share:

দাদার সাফল্য দেখে ভাইয়ের চোখে আনন্দের জল। ছবি - টুইটার

দাদা ক্রুণাল পাণ্ড্যর আবেগ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারলেন না হার্দিক পাণ্ড্যও। মাঠের ধারে চেয়ারে বসেই কেঁদে ফেললেন। সেই সময় তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন পাশে বসে থাকা সূর্য কুমার যাদব

Advertisement

একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধ শতরান করার রেকর্ড করে ক্রুণাল যখন ব্যাট দেখাচ্ছেন, ঠিক তখন অন্য একটি ক্যামেরার লেন্স হার্দিকের দিকে ঘুরে গেল। দাদার এমন সাফল্যে হাততালি দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি হার্দিককে কাঁদতে দেখা গেল। স্বাভাবিক ভাবেই গায়ে তখন ভারতীয় দলের জার্সি। তার ডান হাতের অংশ দিয়ে চোখের জল মুছে ফেলার চেষ্টা করছিলেন এই অলরাউন্ডার। নেটমাধ্যমের যুগে এই ছবি ইতিমধ্যেই ভাইরাল।

চলতি বছরের ১৬ জানুয়ারি ওঁদের বাবা হিমাংশু পাণ্ড্য প্রয়াত হন। বাবার আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারেননি ক্রুণাল ও হার্দিক। বাইশ গজের যুদ্ধের মাঝে দুই ভাইয়ের চোখের জল এবং তাঁদের আবেগের বহিঃপ্রকাশ বারবার যেন সেই প্রমাণ দিচ্ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement