Ajinka Rahane

ক্যাপ্টেন বলেছিলেন, তাই চোট নিয়েও ব্রিসবেনে বল করেন নবদীপ সাইনি

ব্রিসবেন টেস্টে চোট পেয়ে মাঠ ছাড়লেও স্রেফ অধিনায়ক অজিঙ্ক রাহানের ডাকে দ্বিতীয় ইনিংসে ফের বোলিং করেছিলেন নবদীপ সাইনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৫:২৩
Share:

চোট পেলেও অধিনায়কের ডাকে ব্রিসবেন টেস্টে বোলিং করেন সাইনি। ফাইল চিত্র।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়লেও স্রেফ অধিনায়ক অজিঙ্ক রাহানের ডাকে দ্বিতীয় ইনিংসে ফের বোলিং করেছিলেন নবদীপ সাইনি। দেশে ফিরে এমনটাই জানালেন এই ডানহাতি জোরে বোলার।

সিরিজ নির্ণায়ক সেই টেস্টে মাঠে নেমেই হঠাৎ কুঁচকির ব্যথা অনুভব করেন নবদীপ। ফলে প্রথম ইনিংসে মাত্র ৭.৫ ওভার হাত ঘুরিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। যদিও দলের স্বার্থে ও অধিনায়কের ডাকে দ্বিতীয় ইনিংসে আবার মাঠে নেমেছিলেন। তবে সেবারও ৫ ওভারের বেশি বল করতে পারেননি। কারণ, তাঁর ভবিষ্যতের কথা ভেবে চাপ দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট।

প্রবল চোট নিয়ে বোলিং করার প্রসঙ্গে নবদীপ বলছিলেন, ‘‘আমি একদম ফিট ছিলাম। কিন্তু বোলিং করার সময় হঠাৎ যন্ত্রণা শুরু হল। এমন একটা কঠিন ম্যাচে চোট লাগায় মন খারাপ হয়ে যায়। তবুও ক্যাপ্টেন সাহস জোগানোর পর আবার মাঠে ফিরতে রাজি হয়ে যাই। কারণ, ব্যথা ভুলে সতীর্থদের সাহায্য করা বেশি প্রয়োজন ছিল।’’

সিরিজ জেতার পর ঘরে ফিরে সেলিব্রেশন করছেন। তবে নবদীপ এখনও পুরো ফিট নন। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দলে তাঁকে রাখা হয়নি। যদিও সাইনির দাবি তিনি দ্রুত ফিরবেন। বলছিলেন, ‘‘ইতিমধ্যেই রিহ্যাব শুরু করে দিয়েছি। আশা করি খুব দ্রুত মাঠে ফিরব।’’

দলের হেড স্যার রবি শাস্ত্রী টিম ইন্ডিয়ার তরুণ তুর্কিদের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে মহম্মদ সিরাজের লড়াকু মানসিকতা তাঁকে আরও মুগ্ধ করেছে। সাইনিও তাঁর বন্ধুর লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানালেন। শেষে বললেন, ‘‘সিরাজ আমার সবচেয়ে ভাল বন্ধু। ভারত এ দলে খেলার সময় থেকে ওকে চিনি। ও ভাল বোলার হওয়ার পাশাপাশি একজন প্রকৃত যোদ্ধা। তাই কঠিন পরিস্থিতির মধ্যেও এত সাফল্য পেল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement