Shubman Gill

রাহানের থেকে ধৈর্য শিখতে চান তরুণ শুভমন গিল

প্যাট কামিন্সের আউট সুইঙ্গারে খোঁচা দিয়ে ৪৫ রানে ফিরে যান শুভমন। কিন্তু প্যাভিলিয়ন থেকে মন দিয়ে ধৈর্য ধরে নেতা অজিঙ্ক রাহানের ইনিংস দেখেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০ ১৭:৫৪
Share:

রবিবার ৪৫ রান করে আউট হয়েছেন শুভমন। ছবি পিটিআই

পৃথ্বী শ-র জায়গায় দ্বিতীয় টেস্টে দলে এসে টিম ম্যানেজমেন্টের ভরসা আদায় করে নিয়েছেন শুভমন গিল। তাঁর ইনিংস দেখে প্রশংসা করেছেন প্রত্যেকেই। কিন্তু তা সত্ত্বেও শুভমন মনে করছেন, এখনও তাঁর শেখার অনেক বাকি।

Advertisement

প্যাট কামিন্সের আউট সুইঙ্গারে খোঁচা দিয়ে ৪৫ রানে ফিরে যান শুভমন। কিন্তু প্যাভিলিয়ন থেকে মন দিয়ে ধৈর্য ধরে নেতা অজিঙ্ক রাহানের ইনিংস দেখেছেন। তা নিয়ে শুভমনের বক্তব্য, ‘‘গোটা ইনিংসটাই ও খেলেছে আগাগোড়া ধৈর্য বজায় রেখে। সবথেকে বড় ব্যাপার, এত শক্তিশালী একটা পেস আক্রমণের বিরুদ্ধে খেলতে নামলে মাঝে মাঝে রান করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যে ইনিংস অজিঙ্ক ভাই আজ খেলেছে, তা দেখাও সৌভাগ্যের ব্যাপার।’’

নিজের ব্যাটিং সম্পর্কে শুভমন বলেছেন, ‘‘যখন আমি ব্যাটিং করতে এলাম তখন পিচ অনেক বেশি জীবন্ত ছিল। কিন্তু মাথায় একটা জিনিসই রেখেছিলাম, পিচ যে রকমই হোক না কেন, আমাকে নিজের খেলাটাই খেলতে হবে। তবে যে ভাবে আমি আউট হয়েছি তাতে একেবারেই খুশি নই।’’

Advertisement

আরও খবর: ওয়ার্নার তৃতীয় টেস্টেও অনিশ্চিত, জানালেন কোচ ল্যাঙ্গার

আরও খবর: উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় নিউজিল্যান্ডের

তিনি কি নিজেকে ভবিষ্যৎ টেস্ট ওপেনার হিসেবে দেখছেন? শুভমনের উত্তর, ‘‘আমার সে রকম কোনও পরিকল্পনা নেই। যেখানেই দল খেলাবে আমি রাজি। তবে এটা ঠিক, দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছি। (যশপ্রীত) বুমরা বা (মহম্মদ) শামিভাই বা উমেশভাই (যাদব)-দের চোখের সামনে থেকে দেখা এবং শেখা যে কোনও তরুণ ক্রিকেটারের কাছেই সৌভাগ্যের ব্যাপার।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement