Igor Stimac

ওমান, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ভয়ডরহীন খেলার পরামর্শ দিলেন ইগর স্তিমাচ

আগামী ২৫ মার্চ ওমান ও ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১৭:৩৮
Share:

তরুণদের নিয়ে গড়া ভারতীয় দল নিয়ে খুশি ইগর স্তিমাচ। ফাইল চিত্র

সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী কোভিডে আক্রান্ত। তাই দলের সঙ্গে নেই। আগামী ২৫ মার্চ ওমান ও ২৯ মার্চ সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রীতি ম্যাচ। সেই দুটো ম্যাচ খেলতে নামার আগে দলের ফুটবলারদের ভয়ডরহীন খেলার পরামর্শ দিলেন প্রধান প্রশিক্ষক ইগর স্তিমাচ

Advertisement

স্তিমাচ বললেন, “দলে সুনীল নেই। তবে সেটা ভেবে এখন লাভ নেই। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে হবে। এই ব্যাপারে ফুটবলারদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে।” এরপরেই যোগ করলেন, “দেখুন আমাদের সামনে সবসময় দুর্বল প্রতিপক্ষ আসবে না। তাই সেটা ভেবেই ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে হবে, যাতে বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়ের বাকি ম্যাচগুলো খোলা মনে খেলা যায়।”

প্রসঙ্গত ২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে গিয়েছে। যদিও গুরপ্রীত সিংহ সান্ধু, প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্ঘন, মনবীর সিংহদের আরও তিনটি ম্যাচ বাকি। এর মধ্যে কাতার ও আফগানিস্তানের বিরুদ্ধে আগামী জুনে ঘরের মাঠে খেলবে ভারত। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাদের দেশে খেলতে হবে উদান্তা সিংহ, রাওলিন বর্জেসদের। গত বছর করোনাভাইরাসের জন্য এই ম্যাচগুলো বাতিল হয়ে যায়।

Advertisement

২৭ জন ফুটবলার নিয়ে তিনি এই মুহূর্তে দুবাইতে রয়েছেন। গত আইএসএল থেকে সেরা ভারতীয়দের নিয়ে গড়েছেন দল। তরুণদের নিয়ে গড়া এই দল নিয়ে স্তিমাচ বলেন, “এই দলে অনেকের দেশের হয়ে খেলার অভিজ্ঞতা নেই। তবে আইএসএলে ওরা সবাই দারুণ খেলা দেখিয়েছে। তাই আমার মতে এই তরুণ প্রজন্ম আগামি দিনে ভারতকে তুলে ধরবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement