দেখুন তো চিনতে পারেন কি না। ছবি: টুইটার থেকে
ডিসি ইউনিভার্সের ‘জাস্টিস লিগ’ ছবির কিছু চরিত্রর অনুকরণে বেশ কিছু ক্রিকেটারকে রূপ দিল আইসিসি। কেউ হলেন সুপারম্যান, কেউ বা ব্যাটম্যান। ভারতের বিরাট কোহলী থেকে পাকিস্তানের বাবর আজম, এমন বেশ কিছু ক্রিকেটারকে নিয়েই একটি ছবি নেটমাধ্যমে পোস্ট করল আইসিসি।
কোন কোন ক্রিকেটার রয়েছেন সেই ছবিতে? শুরুতেই রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সুপারম্যানের চরিত্র দেওয়া হয়েছে তাঁকে। উইলিয়ামসনের পিছনে ফ্ল্যাশের চরিত্রে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অস্ট্রেলিয়ার মহিলা দলের ক্রিকেটার এলিস পেরি রয়েছেন ওয়ান্ডার ওম্যানের চরিত্রে। ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
কোহলীকে রূপ দেওয়া হয়েছে অ্যাকোয়াম্যানের চরিত্রে। সবার পিছনে থাকা ওয়েস্ট ইন্ডিজের কায়রন পোলার্ডকে সাইবর্গের চরিত্রে রূপ দেওয়া হয়েছে। আইসিসি-র এমন পোস্টে উচ্ছ্বাস দেখা গিয়েছে ভক্তদের মধ্যেও। তবে ‘জাস্টিস লিগ’-এর চরিত্রদের নিয়ে কোলাজ তৈরি করায় বাদ পড়েছেন স্পাইডারম্যান। এর আগে ঋষভ পন্থকে সেই রূপ দিয়ে ছবি পোস্ট করেছিল আইসিসি।