টানা ৩৭তম ম্যাচ জিতলেন শিয়নটেক। ছবি: টুইটার।
উইম্বলডনে প্রত্যাশা মতোই এগোচ্ছেন বাছাই খেলোয়াড়রা। তৃতীয় রাউন্ডে উঠেছেন মহিলা সিঙ্গলসের শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছেন পুরুষদের চতুর্থ বাছাই স্টেফানো চিচিপাস, মহিলাদের চতুর্থ বাছাই পলা বাদোসা, একাদশতম বাছাই কোকো গফও।
শিয়নটেক তৃতীয় রাউন্ডে পৌঁছলেও ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে তাঁকে। দু’ঘণ্টা চার মিনিটের ম্যাচ তিনি জিতেছেন ৬-৪, ৪-৬, ৬-৩ ব্যবধানে। নেদারল্যান্ডসের লেসলি কারখোভ কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন প্রতিযোগিতার শীর্ষ বাছাইকে। শিয়নটেক এই নিয়ে টানা ৩৭টি ম্যাচে জয় পেলেন।
পোলিশ টেনিস খেলোয়াড়কে লড়াই করতে হলেও সহজ জয় পেলেন অন্য বাছাই খেলোয়াড়রা। বাদোসা ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়েছেন রোমানিয়ার ইরিনি বারাকে। মাত্র এক ঘণ্টা ১২ মিনিটে জয় ছিনিয়ে নেন তিনি। একাদশ বাছাই গফও সহজ জয় পেলেন। এক ঘণ্টা ২০ মিনিটের লড়াইয়ে ফরাসি ওপেনের ফাইনালিস্ট হারালেন রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কুকে। ১৬তম বাছাই সিমোনা হালেপও জায়গা করে নিয়েছেন উইম্বলডনের তৃতীয় রাউন্ডে। তিনি ৭-৫, ৬-৪ ব্যবধানে হারিয়েছেন বেলজিয়ামের ক্রিস্টেন ফ্লিপকেন্সকে। সরাসরি সেটে জয় পেয়েছেন চিচিপাসও। তিনি ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়েছেন অস্ট্রেলিয়ার জর্ডন থম্পসনকে।
অঘটনও ঘটেছে বৃহস্পতিবারের উইম্বলডনে। মহিলাদের ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা লিকোভা দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন। ব্রিটেনের কেটি বউল্টার তাঁকে হারালেন ৩-৬, ৭-৬, ৬-৪ ব্যবধানে। অ্যান্ডি মারে এবং এমা রাদুকানু আগেই ছিটকে যাওয়ার পর বউল্টারের সাফল্যে খুশি বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের আয়োজক দেশের টেনিসপ্রেমীরা।