জাতীয় সঙ্গীতের সময় বিরাট। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ক্রিকেট মাঠে আগ্রাসী বিরাট কোহালিকে দেখতেই সবাই অভ্যস্থ। বোলাররা উইকেট নিলে বা তিনি সেঞ্চুরি করলে মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুড়তে থাকেন ভারত অধিনায়ক। শনিবারের লিডস আবিষ্কার করল অন্য এক কোহালিকে।
শনিবার গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচের বল গড়ানোর আগে জাতীয় সঙ্গীতের জন্য দু’ দেশের ক্রিকেটাররা মাঠে দাঁড়িয়ে। ভারতের জাতীয় সঙ্গীতের শেষে ক্যামেরায় কোহালিকে ধরা হয়। দেখা যায় ‘কিং কোহালি-’র চোখে জল। এটা কি আবেগের বিস্ফোরণ? আবেগপ্রবণ হয়ে কোহালি কেঁদেছিলেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে টিভি ক্যামেরায় কোহালিকে দেখার পরে অনেকেই মনে করছেন, জাতীয় সঙ্গীতের সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন কোহালি। ২০০৩ বিশ্বকাপে জাতীয় সঙ্গীত চলাকালীন জাভাগল শ্রীনাথকে আবেগতাড়িত হয়ে পড়তে দেখা গিয়েছিল। সেই একই ছবি ফিরল লিডসে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বিরাট-বাহিনী। পয়েন্ট তালিকায় এক নম্বরে ভারত শেষ করতে পারে কি না, সেটাই এখন দেখার।
আরও পড়ুন: সামনে শ্রীলঙ্কা, একাধিক রেকর্ডের সামনে রোহিত-কোহালি