দলকে বুঝিয়ে তবেই তিন নম্বরে শাকিব

কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যদিও শাকিবের ১২১ রানের পরেও হার বাঁচাতে পারেনি বাংলাদেশ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ০৪:৫১
Share:

প্রত্যয়ী: আরও চমক দেবেন, বলে রাখলেন শাকিব। ফাইল চিত্র

ব্যাটিং অর্ডারে তাঁকে তুলে আনা হয়েছিল। আর তাঁর প্রতি দলের সেই আস্থার মর্যাদা শাকিব আল হাসান দিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে।

Advertisement

ব্যাটিং অর্ডারে তাঁকে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে তুলে আনা হয়েছিল। তার পরেই রানের মধ্যে বাংলাদেশের এই অলরাউন্ডার। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে দু’টি অর্ধশতরান ও একটি শতরান করেছেন তিনি।

কার্ডিফে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে যদিও শাকিবের ১২১ রানের পরেও হার বাঁচাতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে শাকিবরা হেরেছেন ১০৬ রানের ব্যবধানে। শুরুতে ব্যাট করে ছ’উইকেটে ৩৮৬ রান করেছিল ইংল্যান্ড।

Advertisement

ম্যাচের পরে সাংবাদিকরা শাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ব্যাটিং অর্ডারে তাঁকে উপরের দিকে তুলে আনার জন্য কার কাছে আবেদন করেছিলেন তিনি। উত্তরে হাসতে হাসতে বাংলাদেশের হয়ে ২০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শাকিব বলেন, ‘‘দলের প্রত্যেককেই বোঝাতে হয়েছে। কারণ, যদি কোনও ম্যাচে আমি রান না পেতাম, তা হলেই অনেকে ভাবতেন আমার পাঁচে ব্যাট করাই ঠিক।’’ সঙ্গে যোগ করেন, ‘‘আসলে আমি বিষয়টিকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি। দলের জন্য অন্য রকমের চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলোকে সত্যিই উপভোগ করছি।’’ শাকিব আরও বলেন, ‘‘সঙ্গে এটাও বলতে চাই, বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের শুরু করেছি সবে। ব্যাটে ও বলে আরও ভাল করতে চাই। ব্যাটিং অর্ডার উপরে উঠে আসায় ভেবেছিলাম, ব্যাট হাতে আরও বেশি করে দলের কাজে লাগতে চাই। তার জন্য এটা একটা বড় সুযোগ।’’

চার বছর আগে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েই কোয়ার্টার ফাইনালে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শনিবার কার্ডিফে আর তার পুনরাবৃত্তি হয়নি। ম্যাচে ইংল্যান্ডের দুই পেসার জোফ্রা আর্চার ও মার্ক উডের বিরুদ্ধে শাকিব ছাড়া সফল হননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। যে প্রসঙ্গে শাকিব বলছেন, ‘‘ওদের বলের গতি মারাত্মক। সেটা সামলানো একটা চ্যালেঞ্জ ছিল। তবে আমি বিষয়টা ভালই উপভোগ করেছি।’’

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইংল্যান্ডের কাছে হার প্রসঙ্গে শাকিব বলছেন, ‘‘ম্যাচের ফলে সত্যিই হতাশ আমরা। বিশেষ করে বোলিং বিভাগের পারফরম্যান্স আশা অনুযায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকা ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে যে ভাবে বোলিং করেছিলাম আমরা। সেই ছন্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বল করা যায়নি।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement