অস্ট্রেলিয়া ও ভারত বিশ্বকাপের সেমিফাইনালে চলে গিয়েছিল আগেই। বুধবার ডারহামে নিউজ়িল্যান্ডকে ১১৯ রানে হারিয়ে সেমিফাইনালে তৃতীয় দল হিসেবে জায়গা করে নিল অইন মর্গ্যানের ইংল্যান্ডও।
এখনও পর্যন্ত লিগ টেবলের যা ছবি তাতে আট ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের নেট রান রেট ১। দ্বিতীয় স্থানে থাকা ভারতের আট ম্যাচে পয়েন্ট ১৩। বিরাট কোহালিদের নেট রান রেট ০.৮১১। নয় ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১২। অইন মর্গ্যানদের নেট রান রেট ১.১৫২। প্রশ্ন হচ্ছে সেমিফাইনালের চতুর্থ দল কারা। লিগ টেবিলে ৯ ম্যাচের পরে নিউজ়িল্যান্ডের পয়েন্ট দাঁড়াচ্ছে ১১। কেন উইলিয়ামসনদের নেট রান রেট ০.১৭৫। পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। আট ম্যাচে ৯ পয়েন্ট তাদের। সরফরাজ় আহমেদদের নেট রান রেট -০.৭৯২। শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে পাকিস্তান পয়েন্টের বিচারে ধরে ফেলবে নিউজ়িল্যান্ডকে। তাদের হবে ১১ পয়েন্ট। কিন্তু নেট রান রেটে নিউজ়িল্যান্ডকে পিছনে ফেলতে হলে তাদের জিততে হবে অস্বাভাবিক বড় ব্যবধানে। যা প্রায় অসম্ভব। ফলে সরফরাজ়দের সেমিফাইনালে ওঠার স্বপ্ন কার্যত শেষ।
পাকিস্তান আগে ব্যাট করে ৩৫০ রান করলে বাংলাদেশকে হারাতে হবে ৩১১ রানে। ৪০০ রান করলে বাংলাদেশকে হারাতে হবে ৩১৬ রানে। ৪৫০ রান করলে বাংলাদেশকে হারতে হবে ৩২১ রানে। আর যদি বাংলাদেশ আগে ব্যাট করে, তা হলে যে রানই সরফরাজ়েরা তাড়া করুন, তা তুলে ফেলতে হবে ০ বলে! এটাই অঙ্ক। যার অর্থ পাকিস্তান প্রায় ছিটকেই গিয়েছে বিশ্বকাপ থেকে।