ICC World Cup 2019

বিশ্বকাপে ক্যাচ মিসের তালিকায় সবার উপরে পাকিস্তান, বিরাটরা কত নম্বরে জানেন?

ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে ব্যাটসম্যান শূন্য রানে ক্যাচ ফেলার দরুন জীবন পেয়ে ম্যাচ জিতিয়েছেন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ জুন ২০১৯ ১৫:৫৭
Share:
০১ ১১

২২ গজের প্রাচীন প্রবাদ ‘ক্যাচ মিস মানে ম্যাচ মিস’। ক্রিকেট ইতিহাসে এমন অনেক ঘটনাই ঘটেছে যেখানে ব্যাটসম্যান শূন্য রানে ক্যাচ ফেলার দরুন জীবন পেয়ে ম্যাচ জিতিয়েছেন। চলতি বিশ্বকাপেও রয়েছে ক্যাচ ফেলার একাধিক নজির। ক্যাচ ফেলার তালিকায় এক নম্বরে রয়েছে সরফরাজের পাকিস্তান। আর বাকিরা? বিরাটরাই বা কোথায়? দেখে নেওয়া যাক।

০২ ১১

পাকিস্তান- সরফরাজের ফিটনেস নিয়ে কিছু দিন আগেই তীব্র কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। সরফরাজদের ফিটনেসের হতশ্রী চেহারা ফুটে উঠছে তাঁদের খেলাতেও। এখনও অবধি ১৪টি ক্যাচ ফেলে চলতি বিশ্বকাপে সবথেকে খারাপ ফিল্ডিং পারফরম্যান্সের নিদর্শন রেখেছেন তাঁরা। ক্যাচ মিসের তালিকায় তাদের স্থান এক নম্বরে। ছবি: রয়টার্স।

Advertisement
০৩ ১১

ইংল্যান্ড- চলতি বিশ্বকাপে একের পর এক ম্যাচ হেরে কিছুটা চাপে অইন মরগ্যানের দল। এর পিছনে রয়েছে মূলত ক্যাচ মিস করার প্রবণতা। এখনও পর্যন্ত মোট ১২টি ক্যাচ ফেলেছে ইংল্যান্ড। ছবি: এফপি।

০৪ ১১

নিউজিল্যান্ড- চলতি বিশ্বকাপে কিউইদের পারফরম্যান্স বেশ ভাল। তবে ক্যাচ মিসের ক্ষেত্রে তারাও খুব একটা পিছিয়ে নেই। এখনও পর্যন্ত মোট ৯টি ক্যাচের সুযোগ নষ্ট করে তালিকায় তিন নম্বরে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ছবি: রয়টার্স।

০৫ ১১

দক্ষিণ আফ্রিকা- বিশ্বকাপে চোকার্সদের এ বারের বিশ্বকাপ অভিযান শেষ। পর পর ম্যাচ হারার পিছনে দায়ী সেই ক্যাচের সুযোগ নষ্ট করা। সর্বমোট ৮টি ক্যাচ হাতছাড়া করেছে রোডস-গিবসদের দেশ। ছবি: রয়টার্স।

০৬ ১১

ওয়েস্ট ইন্ডিজ- এক সময়ে ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিল ক্লাইভ লয়েডের দেশ। তবে চলতি বিশ্বকাপে ক্যারিবিয়ানদের ফিল্ডিং মোটেও ভাল হয়নি। সব মিলিয়ে প্রায় ৬টি ক্যাচ হাতছাড়া করেছেন জেসন হোল্ডাররা। ছবি: রয়টার্স।

০৭ ১১

অস্ট্রেলিয়া- টুর্নামেন্টের প্রথম দল হিসাবে শেষ চারে পৌঁছনো অজিদের গ্রাউন্ড ফিল্ডিংও কিন্তু আহামরি কিছু হয়নি। ৪টি মূল্যবান কাচের সুযোগ হাতছাড়া করেছে স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া। ছবি:রয়টার্স।

০৮ ১১

বাংলাদেশ- এ বারের বিশ্বকাপে নতুন ভাবে ফিরে এসে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে শাকিব, মুশফিকুরের বাংলাদেশ। তবে টাইগাররাও এই বিশ্বকাপে ৪টি ক্যাচ ফেলেছেন। ছবি: রয়টার্স।

০৯ ১১

শ্রীলঙ্কা- বিশ্বকাপের শুরু থেকেই ধুঁকতে থাকা শ্রীলঙ্কার বিশ্বকাপে টিকে থাকার সম্ভাবনা বেশ কম। এই দ্বীপরাষ্ট্রের ব্যর্থতার পিছনে অন্যতম কারণ হয়ে দাঁড়ায় ক্যাচ ফেলা। চলতি বিশ্বকাপে মোট তিনটি ক্যাচ ফেলেছে তাঁরা। এ ছাড়াও মিস ফিল্ডিংয়ে রানও দিয়েছে অনেক। ছবি:রয়টার্স।

১০ ১১

আফগানিস্তান- বিশ্বকাপে দ্বিতীয়বার সুযোগ পাওয়া আফগানিস্তান ব্যাট বলে চমক দিলেও মোট ২টি ক্যাচ তাঁরা হাতছাড়া করেছেন। তবে অন্যান্য তাবড় টিমের থেকে তাঁদের পরিসংখ্যান ভাল। ছবি:রয়টার্স।

১১ ১১

ভারত- এখনও পর্যন্ত অপরাজিত বিরাট ব্রিগেড এখনও অবধি একটিই ক্যাচ ফেলেছে। ফিটনেসের চরম ফর্মে থাকা ভারতীয় ব্রিগেড ক্যাচ ধরার তালিকায় শীর্ষে রয়েছে। ছবি: রয়টার্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement