ICC WOrld Cup 2019

সাত বারের সাক্ষাতে ফল ৩-৩, কী হবে বার্মিংহ্যামে

১৯৭৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বকালীন সর্বনিম্ন স্কোর করে ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৯ ০৯:০০
Share:

প্রতীকী ছবি।

বিশ্বকাপের আসরে এখনও পর্যন্ত মোট ৭ বার মুখোমুখি হয়েছে ভারত আর ইংল্যান্ড। ভারত তার মধ্যে ১৯৮৩, ১৯৯৯, ২০০৩ সালে ম্যাচ জিতেছে। ইংল্যান্ড ভারতকে হারায় ১৯৭৫, ১৯৮৭ এবং ১৯৯২ সালে। ২০১১ সালে ম্যাচ টাই হয়।

Advertisement

১৯৭৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বকালীন সর্বনিম্ন স্কোর করে ভারত। ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৩২ রানেই থেমে যায় ভারতের ইনিংস। সুনীল গাওস্কর ১৭৪ বলে করেন মাত্র ৩৬ রান। এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সব থেকে বড় ব্যবধানে হার।

১৯৮৩ সালে কপিল দেবের ভারত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে নেয়। হরিয়ানা হ্যারিকেনের বলে ধ্বংস হয়ে যায় ইংল্যান্ডে ব্যাটিং। ২১৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। কপিল দেব ১১ ওভারে ৩৫ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে কপিল দেবের ৪১ রান আর যশপাল সিংহের ৬১ রানের দৌলতে ছয় ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Advertisement

১৯৮৭ সালে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। টসে জিতে গ্রাহাম গুচের ১১৫ রানের দাপটে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ২৫৪। জবাবে ব্যাট করতে নেমে ২১৯ রানে অল আউট হয়ে যায় কপিল দেবের ভারত। ভারতের হয়ে মহম্মদ আজাহারউদ্দিন করেন ৭৪ বলে ৬৪ রান।

১৯৯২ সালে ইংল্যান্ডের কাছে ফের হারে ভারত। ইংল্যান্ডের ২৩৬ রান তাড়া করতে নেমে ২২৭ রানে শেষ হয় ভারতের ইনিংস। গ্রাহাম গুচের ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় নয় রানে।

১৯৯৯ সালে ভারত-ইংল্যান্ড ম্যাচ ছিল ঘটনাবহুল। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ গড়ায় দু’দিনে। নাসের হুসেনের ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং নেয়। ব্যাট করতে নেমে ভারত আট উইকেটে করে ২৩২ রান। জবাবে ইংল্যান্ড ১৬৯ রানে গুটিয়ে যায়। ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আট ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন।

বিশ্বকাপে বিরল দৃশ্য, খেলা চলাকালীন মাঠে শুয়ে পড়লেন ক্রিকেটাররা! কেন জানেন?

২০০৩ সালে ফের নাসের হুসেনের ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। টসে জিতে ব্যাটিং নিয়ে ভারত ইংল্যান্ডকে ২৫০ রানের টার্গেট দেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৬৮ রান শেষ হয় ইংল্যান্ড। আশিস নেহরার ভয়ঙ্কর বোলিংয়ের সামনে তছনছ হয়ে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ১০ ওভারে ২৩ রান দিয়ে নেহরা ৬টি উইকেট তুলে নেন।

২০১১ সালে ভারত ইংল্যান্ড ম্যাচ শেষ হয় অমীমাংসিত ভাবে। ভারতের ৩৩৮ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংসও থমকে যায় ৩৩৮ রানেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement