ইংল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে হারের পর আজ বাংলাদেশের বিরুদ্ধ্বে নামছে ভারতীয় ব্রিগেড। ইতিমধ্যেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন বিজয় শঙ্কর। এই অবস্থায় কেমন দল নিয়ে নামলো ভারত দেখে নেওয়া যাক।
রোহিত শর্মা- ৭ ম্যাচে তিনটি শতরান-সহ ৪৪০ রান করেছেন তিনি। ভারতীয়দের ব্যাটিং অনেকটাই রোহিত শর্মার উপরে নির্ভরশীল হয়ে উঠেছে। তাঁর ব্যাট চলতে শুরু করলে থামানো মুশকিল।
কে এল রাহুল- ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও রান না করে আউট হলেও তাঁর উপর ভরসা করতে পারে দল। এই ম্যাচে ওপেন করছেন তিনি।
বিরাট কোহালি- পর পর পাঁচটি ম্যাচে অর্ধ-শতরান করলেও এখনও সেঞ্চুরি করতে পারেননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধে তাঁর শতরানের অপেক্ষায় রয়েছে দল।
ঋষভ পন্থ- ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ রান করলেও পন্থের উপর ভরসা করছে দল। যে কোনও মুহূর্তে বিধ্বংসী ব্যাট করে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম তিনি।
মহেন্দ্র সিংহ ধোনি- ইংল্যান্ড ম্যাচে ৪২ রান করলেও তাঁর মন্থর ব্যাটিং নিয়ে চর্চা চলছে। এখনও শেষের দিকে তার ব্যাটিং দলের অন্যতম ভরসা।
দীনেশ কার্তিক- কেদার যাদবের জায়গায় দলে ঢুকেছেন কার্তিক। কেদার নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় এই ম্যাচে সুযোগ পেলেন কার্তিক।
হার্দিক পান্ড্য- অলরাউন্ডার হিসেবে ভারতের ভরসা তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৫ রান করেছেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল হার্দিক।
মহম্মদ শামি- ইংল্যান্ডের বিরুদ্ধে স্লগ ওভারে রান দিলেও এখনও ৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন শামি।
যুজবেন্দ্র চহাল- ইংল্যান্ডের বিরুদ্ধে প্রচুর রান দিলেও তাঁর স্পিনের ওপর ভরসা রাখছে দল। ১০ উইকেট নিয়ে তিনি ভারতীয় স্পিনারদের মধ্যে শীর্ষে রয়েছেন।
যশপ্রীত বুমরা- ভারতীয় বোলিংয়ের ভরসার নাম বুমরা। ইনিংসের প্রথম দিকে যেমন তিনি ভয়ঙ্কর ডেথ ওভারেও উইকেট তুলে নিতে দক্ষ বুমরা।
ভুবনেশ্বর কুমার- চোট সারিয়ে এখন সুস্থ ভুবি। আগের ম্যাচে স্পিনাররা প্রচুর রান দেওয়ায় এই ম্যাচে কুলদীপের বদলে ভুবিকে সুযোগ দিয়েছে দল।