মোদী থেকে সচিন, শিখরের পাশে সবাই

বাঁ-হাতের হাড়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়ে ধওয়ন নিজেও টুইট করে তাঁর হতাশা ব্যক্ত করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুন ২০১৯ ০৪:৪২
Share:

বিষণ্ণ: ভারতীয় ওপেনারকে উৎসাহ দিচ্ছেন সচিন। ফাইল চিত্র

চলতি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় শিখর ধওয়ন নিজে হয়তো ভেঙে পড়েছেন। কিন্তু ভারতীয় ওপেনার পাশে পাচ্ছেন অনেককেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বৃহস্পতিবার টুইট করলেন, ‘‘প্রিয় ধওয়ন, নিঃসন্দেহে পিচ তোমাকে হারাবে। তবু আশা করব দ্রুত তুমি সুস্থ হয়ে মাঠে ফিরে দেশকে আরও অনেক ম্যাচ জেতাতে বড় ভূমিকা নেবে।’’

Advertisement

বাঁ-হাতের হাড়ে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়ে ধওয়ন নিজেও টুইট করে তাঁর হতাশা ব্যক্ত করেছেন। দিল্লির এই ক্রিকেটার লিখেছেন, ‘‘বিশ্বকাপে এ বার আর আমার খেলা হল না। খবরটা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ছি। দুর্ভাগ্যবশত আমার বাঁ হাতের চোট এই সময়ের মধ্যে ঠিক হবে না। তবে টুর্নামেন্ট যেমন চলছে চলুক...আমার সতীর্থ, ক্রিকেটপ্রেমী ও গোটা দেশকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।’’

ধওয়নের জন্য খুব খারাপ লাগছে কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের। তবে তাঁর আশা, সুস্থ হলে ভারতীয় ওপেনার দারুণ ভাবে মাঠে ফিরবেন। সঙ্গে তিনি শুভেচ্ছা জানিয়েছেন, ধওয়নের জায়গায় সুযোগ পাওয়া ঋষভ পন্থকেও।

Advertisement

সচিন টুইট করেছেন, ‘‘শিখর, তোমার মনের অবস্থা বুঝতে পারছি। খুব ভাল খেলছিলে তুমি। এ ভাবে টুর্নামেন্টের মাঝখানে সরে যাওয়া খুব কষ্টের। তবে আমি নিশ্চিত, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’ সঙ্গে পন্থকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘ঋষভ তুমিও খুব ভাল খেলছ। হতে পারে তোমার জন্য বড় মঞ্চ অপেক্ষা করছে।’’

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইক হাসি মনে করেন, ধওয়নের না থাকা ভারতীয় দলের কাছে একটা বড় ধাক্কা। যদিও তিনি বলেছেন, তার জন্য ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানে ক্ষতি হবে না, ‘‘নিঃসন্দেহে ধওয়নের না থাকা কোহালিদের কাছে বড় ধাক্কা। তবে তার জন্য ভারতের কাপ জেতার অগ্রগতি ব্যাহত হবে না। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। ওরাই ধওয়নের শূন্যস্থান পুরণ করবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement