ছবি: এএফপি।
দক্ষিণ আফ্রিকায় সেই বল বিকৃতি কাণ্ডের আঁচ পড়ল রবিবার ওভালে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের ম্যাচে। যে ঘটনায় জড়িয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নির্বাসনে থাকতে হয়েছিল। ইংল্যান্ডে পা দেওয়া ইস্তক স্মিথদের যে কারণে নানা ধরনের বিদ্রুপ সহ্য করতে হচ্ছে। রবিবার ওভালে ভারতীয় সমর্থকেরাও সেই একই ‘বিদ্রুপ’-এ সরব হন।
ভারতীয় ইনিংসের সময়, দেখা যায় গ্যালারি থেকে স্টিভ স্মিথের দিকে কটূক্তি উড়ে আসছে। যা দেখে দর্শকদের থামতে ইঙ্গিত করেন কোহালি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকেও এ বিষয়ে কোহালিকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘‘প্রচুর ভারতীয় সমর্থক এ দিন খেলা দেখতে এসেছিলেন। আমি চাইনি তাঁরা কোনও খারাপ উদাহরণ স্থাপন করুন। স্মিথ এমন কিছু করেনি যে, ওকে বিদ্রুপ শুনতে হবে। তাই দর্শকদের তরফ থেকে আমি স্মিথের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই ধরনের আচরণ কোনও অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।’’
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে অনায়াসে ৩৬ রানে হারাল ভারত। যে অস্ট্রেলিয়া চলতি বছরের শুরুতে ভারতের মাটিতে ৩-২ ফলে ওয়ান ডে সিরিজ জিতেছিল। তাও আবার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও মিচেল স্টার্ক ছাড়াই। রবিবার ওভালে স্মিথ, ওয়ার্নার, স্টার্ক ফিরলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ওয়ান ডে সিরিজ হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন ভারত অধিনায়ক। বিরাট বলেছেন, ‘‘দেশের মাটিতে সিরিজ হারের পরে ওদের বিরুদ্ধে জেতার তাগিদটা আরও বেড়ে গিয়েছিল। বিশেষ করে, আমরা ২-০ এগিয়ে থাকার পরেও অস্ট্রেলিয়া সিরিজ জিতেছিল। এবং সেটা স্মিথ, ওয়ার্নার এবং স্টার্ক ছাড়াই। তাই আমাদেরও এই ম্যাচে অনেক কিছু প্রমাণ করার ছিল।’’
ওপেনারদের রান পাওয়া নিয়েও খুশি কোহালি। তিনি বলেছেন, ‘‘ওপেনারদের জন্যই ৩৫০ রানের গণ্ডি পেরোতে পেরেছি। পাশাপাশি বোলাররা ভাল না করলে এ ধরনের নিষ্প্রাণ উইকেটে ৩৬ রানে জেতা খুব একটা সোজা নয়। ভুবনেশ্বর কুমার প্রমাণ করল, ও কত বড় বোলার।’’
রবিবারের ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হল ওভাল। ৮২ রানের ইনিংস খেলে ওয়ান ডে-তে সর্বোচ্চ রান সংগ্রকারীদের তালিকায় ন’ নম্বরে উঠে এলেন কোহালি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ৩৭ ইনিংসে তিনি এই কীর্তি গড়েন। পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকরকে (৪০ ইনিংস)। পাশাপাশি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটাই ভারতীয় দলের সর্বোচ্চ স্কোর (৩৫২)।
বিশ্বকাপের টিভি সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, বিরাট কোহালি যে স্কুলে পড়তেন, সেখান থেকে মাটি পাঠানো হয়েছে। ভারত অধিনায়ক পড়তেন দিল্লির উত্তম নগরের বিশাল ভারতী পাবলিক স্কুলে। এ’ব্যাপারে উদ্যোগীদের আশা, স্কুলের এই মাটিই নাকি বিশ্বকাপে কোহালিদের কাছে আশীর্বাদ হয়ে উঠবে।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।