ছবি এপি।
ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তাঁর দল রয়েছে ছ’নম্বরে। অঙ্ক বলছে, আজ সোমবার আফগানিস্তান ম্যাচ জিততে পারলে সেমিফাইনালের লড়াইয়ে থাকবে বাংলাদেশ।
কিন্তু মাঠে নামার আগেই বাংলা শিবিরের উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ়। রবিবার রোজ বোলে অনুশীলন ছিল বাংলাদেশের। মাঠের ধারে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ২১ বছরের এই অলরাউন্ডার। সেই সময় নেটে ব্যাটিং করছিলেন সাব্বির আহমেদ। হঠাৎ করেই বল এসে আঘাত করে মিরাজ়ের মাথার পাশের দিকে। সকলে ছুটে আসেন তাঁর দিকে। যদিও মিরাজ় ছিলেন সুস্থ। তবে কোনও রকম ঝুঁকি না নিয়ে সাপোর্ট স্টাফ তাঁকে ড্রেসিংরুমে নিয়ে চলে যান। পরে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ দলের কোচ স্টিভ রোড্স জানান, চোট তেমন গুরুতর নয়। মিরাজ় সুস্থ রয়েছেন। রোড্সের মন্তব্য, ‘‘আমার তো ওকে দেখে অস্বাভাবিক তেমন কিছু মনে হয়নি। তবে দলের ফিজিয়ো কী রিপোর্ট দেন, তার জন্য অপেক্ষা করতে হবে।’’
সাউদাম্পটনের উইকেট এমনিতে স্পিন সহায়ক। শনিবার এখানেই ভারতকে মাত্র ২২৪ রানে বেঁধে ফেলে আফগানিস্তানের স্পিনার ত্রয়ী রশিদ খান, মুজিব উর রহমান এবং মহম্মদ নবি। ফলে বাংলাদেশের কাছে কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে এই ম্যাচ। যদিও রোড্স তা মনে করেন না। তাঁর পাল্টা ব্যাখ্যা, ‘‘স্পিন-অস্ত্রে আফগানিস্তানকে রোখার ক্ষমতা আমাদের দলেরও রয়েছে। আসল ব্যাপার হল কী ধরনের মানসিকতা নিয়ে খেলছে দল। আমার বিশ্বাস, বাংলাদেশ অনেক বেশি ইতিবাচক ক্রিকেট খেলবে।’’ আরও বলেছেন, ‘‘সেমিফাইনালে উঠতে গেলে কী করণীয়, সেটা আমাদের কাছে খুবই স্বচ্ছ। ফলে মাঠে নামার আগে প্রতিপক্ষকে বাড়তি সমীহ করা অর্থহীন। স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। তা হলেই কাজ অনেক সহজ হয়ে যাবে।’’
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা শাকিব আল হাসানের সামনে রয়েছে কীর্তির হাতছানি। আর মাত্র ৩৫ রান করলেই বিশ্বকাপে হাজার রান পূর্ণ হয়ে যাবে তাঁর। রবিবার সাংবাদিক সম্মেলনে আফগান অধিনায়ক গুলবাদিন নইব বলেছেন, ‘‘শাকিবকে নিয়েই আমরা বেশি ভাবছি।’’