আজ ওভালে ভারতের বিরুদ্ধে মুখোমুখি অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলাররা অজি ব্যাটসম্যানদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। ভারতের বিরুদ্ধে অবশ্য নতুন লড়াই। নতুন দিন। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কি দেখে নেওয়া যাক।
অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথম ম্যাচে ৬৬ রান করলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ৬ রান করেন তিনি। ভারতের বিরুদ্ধে ফিঞ্চের উপরে নির্ভর করে রয়েছে অনেক কিছু।
ওপেনিংয়ে ফিঞ্চের সঙ্গে শুরু করবেন বিপজ্জনক বাঁ হাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচে ৮৯ রান করলেও দ্বিতীয় ম্যাচে কিছু করতে পারেননি তিনি। আইপিএলে ওয়ার্নার অন্য মেজাজে ধরা দিয়েছিলেন। তিনি চলতে শুরু করলে থামানো মুশকিল।
তিন নম্বরে নামতে চলেছেন উসমান খোয়াজা। প্রথম দু’টি ম্যাচে দ্রুত ফিরে গেলেও ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ওপর আস্থা হারায়নি অজি শিবির।
চার নম্বরে অজিদের ভরসা স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে ফিরে আসা স্মিথ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ বাঁচানো ইনিংস খেলেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে স্মিথ জ্বলে উঠতে না পারলে ম্যাচ জেতা সম্ভব হতো না অস্ট্রেলিয়ার পক্ষে।
পাঁচ নম্বরে ম্যাক্সওয়েল ঝড় এখনও দেখা যায়নি। যে কোনও মুহূর্তে জ্বলে উঠতেই পারেন ম্যাড ম্যাক্স। ভারতের বিরুদ্ধে নিজেকে মেলে ধরতে চাইবেন ম্যাক্সওয়েল।
ছ’ নম্বরে নামবেন অলরাউন্ডার মারকাস স্টোয়নিস। ম্যাক্সওয়েলের মতোই যে কোনও মুহূর্তে বিধ্বংসী হয়ে উঠতে পারেন তিনি। আগুনে বোলিং করতে পারেন। ভারতের টপ অর্ডারের পরীক্ষা নিতে পারেন স্টোয়নিস।
উইকেটকিপার অ্যালেক্স ক্যারি আগের ম্যাচে মোক্ষম সময়ে ৪৫ রান করেছিলেন। ভারতের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়াবেন তিনি।
নাথান কুল্টার নাইল আগের ম্যাচে ৯২ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। বল হাতে অবশ্য দুটো ম্যাচে এখনও তিনি উইকেট পাননি। ফলে উইকেটের খিদে রয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধেই কাটাতে পারেন তাঁর উইকেট খরা।
প্যাট কামিন্স অলরাউন্ডার হিসেবে ম্যাচের মোড় যখন খুশি ঘুরিয়ে দিতে পারেন।ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নেবেন কামিন্স এটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
রোহিত শর্মার যে বাঁ হাতি পেসারের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে তা সবারই জানা। স্টার্ক গতি দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ভেঙেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটের বিধ্বংসী স্পেল করেছিলেন। রোহিত-সহ ভারতীয় ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেবেন স্টার্ক।
অ্যাডাম জাম্পা একমাত্র স্পিনার হিসেবে দলে জায়গা পেয়েছেন । গত ম্যাচে ১টি উইকেট পেলেও কার্যকরী তাঁর স্পিন খেলতে সমস্যায় পড়েছে অনেক ব্যাটসম্যান ।