নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট রয়েছেন এই তালিকায় । ছবি- এএফপি
আইসিসি-র প্রকাশিত দ্রুততম দশ দেড়শো উইকেটশিকারীর তালিকায় নেই কোনও ভারতীয় বোলার। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে ট্রেন্ট বোল্ট দু’টি উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন। বুধবার নিউজিল্যান্ডের কাছে হার মানে বাংলাদেশ।বোল্ট ছাড়া ম্যাট হেনরি চারটি উইকেট নেন। আইসিসির প্রকাশিত তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অফ স্পিনার সাকলাইন মুস্তাক।
বোল্টের উত্থানে খুশি নিউজিল্যান্ড সমর্থকরা। পাকিস্তানি সমর্থকদেরও মুখে চওড়া হাসি। এই তালিকায় নাম রয়েছে চার জন পাকিস্তানি বোলারের। দ্রুততম দেড়শো উইকেটশিকারীর তালিকায় রয়েছেন একাধিক ভারতীয় বোলার। জাহির খান, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন দেড়শো উইকেট নিলেও ভারতীয়দের মধ্যে দ্রুততম ১৫০ উইকেটের মালিক অজিত আগরকর। তিনি রয়েছেন ১৭ নম্বর স্থানে।