Ian Chappell

কোহালির অনুপস্থিতি ভারতীয় দলে গভীর শূন্যতার সৃষ্টি করবে, বললেন চ্যাপেল

ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে দল নির্বাচনের গুরুত্ব, লিখেছেন ইয়ান চ্যাপেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৯:০৫
Share:

বিরাটের অভাব অনুভূত হবে পরের ৩ টেস্টে, মনে করছেন ইয়ান চ্য়াপেল। ছবি টুইটার থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহালির অনুপস্থিতি ভারতীয় ব্যাটিং অর্ডারে মস্ত বড় শূন্যতার জন্ম দেবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল

সিরিজের প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটির জন্য দেশে ফিরে আসবেন কোহালি। সিরিজের বাকি ৩ টেস্টে তাঁকে ছাড়াই খেলতে হবে ভারতকে। এই নিয়েই এক ক্রিকেট ওয়েবসাইটে ইয়ান লিখেছেন, ‘প্রথম সন্তানের জন্মের জন্য বিরাট কোহালি দেশে ফিরে গেলে দল নির্বাচন নিয়ে সমস্যায় পড়বে ভারত। ভারতের ব্যাটিং অর্ডারে মস্ত বড় শূন্যতা দেখা দেবে। তবে কোনও প্রতিশ্রুতিবান তরুণের কাছে এটা নিজেকে চেনানোর সুযোগও হয়ে উঠবে’।

Advertisement

তাঁর মতে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে দল নির্বাচনের গুরুত্ব। ইয়ান চ্যাপেলের মতে, ‘বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে। তাদের নির্বাচকরা বেশি সাহসী, তার উপরই হয়তো নির্ভর করছে সিরিজের ফলাফল’।

আরও পড়ুন: মঞ্জরেকরকে ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ দেওয়া নিয়ে সৌরভকে তীব্র আক্রমণ রামচন্দ্র গুহের

Advertisement

আরও পড়ুন: ‘গাওস্কর তো মাসের পর মাস ছেলের মুখই দেখেনি’, কোহালি বিতর্কে এ বার মুখ খুললেন কপিল​

ভারতের যেমন বিরাটের পরিবর্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, তেমনই নির্বাচনী সমস্যা রয়েছে অস্ট্রেলিয়ারও। ডেভিড ওয়ার্নারের সঙ্গে টেস্টে কে ওপেন করবেন, তা নিয়ে চলছে আলোচনা। ইয়ান চ্যাপেলের পছন্দ জো বার্নস নন, উইল পুকোভস্কি। তাঁর মতে, ‘পুকোভস্কি প্রমাণ করেছে য়ে ও এই পর্যায়ের জন্য যোগ্য। তাই টেস্টে ও সফল হতে পারে কি না তা দেখার সময় এসেছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement