Ian Chappell

Australia Cricket: স্টিভ স্মিথ নয়, অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে এই বোলারকে পছন্দ চ্যাপেলের

বল বিকৃতি কাণ্ড স্মিথের থামানো উচিত ছিল বলে মোট চ্যাপেলের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ০৮:৪৯
Share:

অধিনায়ক হিসেবে স্মিথকে পছন্দ নয় ইয়ান চ্যাপেলের। —ফাইল চিত্র

টেস্টে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক টিম পেন। তিনি অবসর নিলে কি ফের স্টিভ স্মিথকেই অধিনায়ক করা হবে? ইয়ান চ্যাপেলের যদিও স্মিথকে নয়, অধিনায়ক হিসেবে পছন্দ প্যাট কামিন্সকে। টেস্টের এক নম্বর বোলারের কাঁধেই অস্ট্রেলিয়ার দায়িত্ব দেখতে চান প্রাক্তন অধিনায়ক।

Advertisement

৩৬ বছরের পেন বলেছিলেন যে তাঁর অবসরের পর অধিনায়কত্ব ফিরে পেতেই পারেন স্মিথ। চ্যাপেল বলেন, “আমার মনে হয় এগিয়ে যাওয়া উচিত। স্মিথের হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া মানে পিছিয়ে যাওয়া। সামনের দিকে তাকাতে হবে।”

বল বিকৃতি কাণ্ডে নতুন করে বিতর্ক শুরু হয়েছে ক্যামেরন ব্যানক্রফ্টের কথায়। সেই ম্যাচের বোলারদের দিকে আঙুল তুলেছেন তিনি। প্যাট কামিন্স সেই ম্যাচে খেললেও অধিনায়ক হিসেবে তাঁকেই পছন্দ চ্যাপেলের। তিনি বলেন, “স্মিথের বদলে কামিন্সকে অধিনায়ক করা হলে হট্টগোল হবেই। বল বিকৃতি কাণ্ডে কামিন্স যদি কিছু জেনেও থাকে তাও ওকে দোষ দেওয়া উচিত নয়। স্মিথের থামানো উচিত ছিল, ও অধিনায়ক। কিন্তু স্মিথ সেটা করেনি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement