প্রত্যয়ী: নিউজ়িল্যান্ডে রান না পেলেও চিন্তিত নন রাহানে। ফাইল চিত্র
নিউজ়িল্যান্ডে বিপর্যয় ঘটলেও ভারতীয় ব্যাটসম্যানেরা শর্ট বোলিংয়ের সামনে স্বচ্ছন্দ নন, এমন তকমা মানতে রাজি নন অজিঙ্ক রাহানে। দীর্ঘকায় জেমিসন, বাউন্সার বিশেষজ্ঞ নিল ওয়্যাগনার, বাঁ হাতি ট্রেন্ট বোল্টদের সামনে বেশ অসহায় লেগেছে ভারতীয় ব্যাটিংকে। রাহানে নিজে বাউন্সারের সামনে বেসামাল হয়ে আউট হয়েছেন।
তার পরেও ভারতের টেস্ট সহ-অধিনায়কের দাবি, ‘‘লোকে শর্ট বল নিয়ে বেশিই কথা বলছে। মেলবোর্নের ইনিংসটা দেখুন। আমরাই প্রাধান্য দেখিয়েছিলাম,’’ বলছেন রাহানে। এখানেই না থেমে যোগ করছেন, ‘‘আমরা প্রত্যেকে শর্ট বল ভাল খেলি। মাত্র একটা ম্যাচ রাতারাতি শর্ট বলের বিরুদ্ধে আমাদের খারাপ করে দিতে পারে না।’’ রাহানে মনে করছেন শরীর লক্ষ্য করে ধেয়ে আসা শর্ট বলের চেয়েও নিউজ়িল্যান্ডে তাঁদের বেশি সমস্যায় ফেলেছে হাওয়া। ‘‘ওদের বোলাররা হাওয়াকে খুব ভাল কাজে লাগিয়েছে। নিউজ়িল্যান্ডে ওটাই সব চেয়ে বড় পার্থক্য গড়ে দেয়। আমাদের মনঃসংযোগ হারালে চলবে না। পরের সিরিজ অস্ট্রেলিয়াতে। সেই সিরিজের দিকেই তাকিয়ে আছি।’’
গত কয়েক বছরে বিরাট কোহালির নেতৃত্বে ভারতীয় দল সব ফর্ম্যাটেই ভাল ফল করেছে। সে কথা মনে করিয়ে দিয়ে রাহানে বলছেন, ‘‘গত তিন-চার বছরের পারফরম্যান্স দেখলে আমরা বেশ ভালই করেছি। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। তাতে যেমন ম্যাচ জিতব, তেমন হয়তো কিছু হারবও। তাই খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।’’ নিজের ফর্ম নিয়েও খুব চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন তিনি। ‘‘নিজের ফর্ম নিয়ে খুব গভীর চিন্তায় ডুবে যাচ্ছি না। টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ম্যাচ হিসেবে দেখতে হয় কারণ পয়েন্ট সিস্টেমটাই সে রকম। প্রত্যেক টেস্ট জয়ের জন্য পয়েন্ট রয়েছে। তবে একটা কথা আবারও বলে দিতে চাই। একটা বা দু’টো খারাপ ম্যাচ রাতারাতি আমাদের খারাপ দল করে দিতে পারে না।’’ তবে ভারতীয় মিডল-অর্ডারে অন্যতম প্রধান ভরসা স্বীকার করে নিচ্ছেন, নিউজ়িল্যান্ড সিরিজ থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন। ‘‘ওরা খুব ভাল খেলেছে। গোটা টিম হিসেবে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই আমাদের অনেক কিছু শেখার রয়েছে এই সফর থেকে।’’