Cricket

ক্যাচ ফেলে ম্যাচ হারল ভারত, মেনে নিলেন হরমনপ্রীত

টুর্নামেন্টের শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলাররা মারমুখী ব্যাটিং করেন। অজিদের রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ০৮ মার্চ ২০২০ ১৮:৫৩
Share:

দলের প্রয়োজনে অধিনায়ক হরমনপ্রীত জ্বলে উঠতে পারলেন না। ছবি— এএফপি।

একটা খারাপ দিন স্বপ্ন ভেঙে দিল হরমনপ্রীত কউরের। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন থেকেই দারুণ পারফরম্যান্স তুলে ধরেছিল ভারতীয় দল। কিন্তু ফাইনালে এসে সব তালগোল পাকিয়ে গেল হরমনপ্রীত-শেফালিদের। ক্যাচ ফেলে ম্যাচও ছাড়ল ভারত। ফাইনালের শেষে হারের জন্য ফিল্ডিংকেই দায়ী করলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।

Advertisement

অজি ব্যাটসম্যানরা শুরু থেকেই মারমুখী ব্যাটিং করলেও বেথ মুনি ও অ্যালিসা হিলির ক্যাচ ফেলে দেন ভারতীয় ফিল্ডাররা। ক্যাচ ছেড়ে দেওয়া কি ম্যাচ হারার অন্যতম কারণ? হরমনপ্রীত বলেন, ‘‘আমাদের দুর্ভাগ্য যে ক্যাচ ছেড়েছি। আগামী দেড় বছর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ফিল্ডিংয়ে আমাদের আরও নজর দিতে হবে।’’

২০ ওভারে অজিরা করেছিল চার উইকেটে ১৮৪ রান। সেই রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারত। কোনও ভারতীয় ব্যাটসম্যানই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। আসল সময়ে সতীর্থরা ব্যর্থ হলেও তাঁদের উপরে আস্থা হারাচ্ছেন না অধিনায়ক। ম্যাচের শেষে হরমনপ্রীত কউর বলেন, ‘‘লিগ গেম গুলোতে আমরা খুব ভাল খেলেছি। এই দলটার উপরে আমার অগাধ আস্থা রয়েছে।’’

Advertisement

অজিদের বিরুদ্ধে হতশ্রী হার প্রসঙ্গে ভারতের মহিলা দলের অধিনায়ক বলেন, ‘‘খেলায় হার-জিৎ রয়েছে। সব কিছু থেকেই শিক্ষা নিতে হয়।’’

আরও পড়ুন: হরমনপ্রীতের হতাশ মুখে যেন সৌরভের সেই দিনের ছায়া

আরও পড়ুন: হার্দিক-শিখর-ভুবির কামব্যাক, বাদ কেদার-সহ তিন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দল ঘোষণা ভারতের

এ বারই প্রথম বার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়ে দেশে ফিরছেন তাঁরা। হরমনপ্রীত বলছেন, ‘‘গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলাম। এ বার ফাইনাল খেললাম। আমার মনে হয়, ঠিক পথেই আমরা এগিয়েছি। আসল ম্যাচগুলোয় কীভাবে খেলতে হবে, সেই ব্যাপারে আমাদের এ বার থেকে নজর দিতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement