PV Sindhu

‘সিলভার সিন্ধু’ ধ্বনি থেকে মুক্তি

ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই সদস্য স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজের সঙ্গে ‘ডাবল ট্রাবল’ নামে এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০৪:৩৯
Share:

পিভি সিন্ধু। —ফাইল চিত্র

চার বছর আগে রিয়ো অলিম্পিক্সে রুপো পাওয়ার পরে তাঁর সম্পর্কে একটা কথা চালু হয়ে যায় যে, ‘ফাইনাল ভীতি’ সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই অযৌক্তিক ব্যাখ্যাকে ভুল প্রমাণ করতেই গত বছর বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে পি ভি সিন্ধু নিজেকে উজাড় করে দেন।

Advertisement

লকডাউনের জন্য তিনিও সকলের মতো গৃহবন্দি। সেই ফাঁকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই সদস্য স্মৃতি মন্ধানা এবং জেমাইমা রদ্রিগেজের সঙ্গে ‘ডাবল ট্রাবল’ নামে এক অনুষ্ঠানে যোগ দেন ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। সেখানেই সিন্ধু বলেছেন, “২০১৬ অলিম্পিক্সের পরে আমি ছয় থেকে সাতটা রুপো পাই। তার পরেই লোকে বলতে শুরু করে, আমি ‘ফাইনাল ভীতি’র শিকার।” আরও বলেন, “বাসেলে বিশ্ব ব্যাডমিন্টনের ফাইনালে ওঠার পরে মনে হল, এর আগে এই মঞ্চ থেকে দুটি ব্রোঞ্জ এবং দুটি রুপো নিয়ে ফিরেছি। এ বার যে কোনও মূল্যে আমাকে জিততেই হবে। কোনও অবস্থাতেই চাইনি, লোকে সিলভার সিন্ধু বলে সম্বোধন করুন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement