ফাইল চিত্র।
দু’সপ্তাহ হল ফের অনুশীলনে নেমেছেন তিনি। গত ডিসেম্বরে আইপিএল নিলামে বিশ্বের এক নম্বর এই পেসার প্যাট কামিন্সকে রেকর্ড ১৫.৫ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাতে প্রভাবিত নন তিনি। বলছেন, ‘‘এতে আমার জীবন প্রভাবিত হয়নি। সাফল্য বা ব্যর্থতায় আমি আলোড়িত হই না।’’
ভারত অধিনায়ক বিরাট কোহালির মতোই টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে কামিন্সের প্রতিক্রিয়া, ‘‘টেস্ট ক্রিকেটই এক জন ক্রিকেটারের সব চেয়ে বড় পরীক্ষার মঞ্চ। দক্ষতা, সক্ষমতা ও মানসিক শক্তির পরীক্ষা নেয় টেস্ট।’’
ভারতের বিরুদ্ধে চলতি বছরের শেষে অ্যাডিলেডে গোলাপি বলে টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সে সম্পর্কে এই পেসার বলছেন, ‘‘গোলাপি বলে দিনরাতের টেস্ট পছন্দ করি আমরা। আর অ্যাডিলেডের পরিবেশে তা দারুণ ব্যাপার।’’ থুতু দিয়ে বল পালিশের পদ্ধতি বন্ধ হওয়া সম্পর্কে সংবাদ সংস্থার কাছে কামিন্সের মন্তব্য, ‘‘করোনা সংক্রমণের জেরে জীবন ও জীবিকায় কিছু পরিবর্তন মেনে চলতে হচ্ছে। ক্রিকেটে সরাসরি স্পর্শ হওয়ার সম্ভাবনা কম। মনে হয় না খুব বেশি আপোস করতে হবে।’’
এ দিকে, দলে ডেভিড ওয়ার্নারকে নিয়ে উচ্ছ্বসিত অস্ট্রেলীয় কোচ জাস্টিন ল্যাঙ্গার। তাঁর মতে, ওয়ার্নারকে দলে পাওয়া মার্কিন পেশাদার বক্সার ফ্লয়েড মেওয়েদারকে নিয়ে খেলতে নামার মত ব্যাপার।