রোহিত শর্মা (বাঁ দিকে) ও দিমিত্রি পেত্রাতোস। বুধবার একই সময়ে খেলতে নামবেন তাঁরা। —ফাইল চিত্র
বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচ খেলতে নামবে ভারত। আবার বুধবারই আইএসএলে মোহনবাগান খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। ভারত-অস্ট্রেলিয়া খেলা শুরু দুপুর দেড়টা থেকে। অন্য দিকে মোহনবাগানের খেলা শুরু রাত ৮টা থেকে। ফলে মোহনবাগানের খেলা চলাকালীন ভারতের ক্রিকেট খেলাও চলবে। দু’টি খেলা সম্প্রচারের দায়িত্বে রয়েছে ‘স্পোর্টস ১৮’। তা হলে একই সময়ে একসঙ্গে দু’টি খেলা কী ভাবে দেখা যাবে?
ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে ‘স্পোর্টং ১৮’ চ্যানেলে। এই চ্যানেলটি রিলায়্যান্সের একটি সংস্থা ভায়াকম ১৮-এর। টেলিভিশনে ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে হবে ক্রিকেটের ইংরেজি ধারাভাষ্য। অন্য দিকে আইএসএলে মোহনবাগান-বেঙ্গালুরু খেলা হবে ভায়াকমেরই আরও তিনটি চ্যানেলে। ইংরেজিতে ধারাভাষ্য শোনা যাবে ‘ভিএইচ১’ চ্যানেলে। বাংলা ধারাভাষ্যে খেলা দেখানো হবে ‘কালার্স বাংলা’ চ্যানেলে। আর যদি হিন্দিতে ধারভাষ্য শুনতে চান তা হলে ‘স্পোর্টস ১৮ খেল’ চ্যানেলে খেলা দেখা যাবে। আইএসএল সাধারণত ‘স্পোর্টস ১৮’ চ্যানেলে দেখানো হলেও ক্রিকেট ম্যাচ থাকায় এই পরিবর্তন করা হয়েছে। আর যদি মোবাইলে খেলা দেখতে চান তা হলে ‘জিয়ো সিনেমা’ অ্যাপে দেখা যাবে দু’টি খেলা। সেখানে ক্রিকেটে ইংরেজির পাশাপাশি বাংলা ও হিন্দি ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে।
ভারত-অস্ট্রেলিয়া এক দিনের সিরিজ়ের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ় জিতে গিয়েছে ভারত। তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচ জিতে ধারাবাহিকতা রাখতে চাইছে ভারত। তৃতীয় ম্যাচে ভারতীয় দলে ফিরছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পাণ্ড্য ও কুলদীপ যাদব। বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচ। তাই বিরাট-রোহিতেরা এই ম্যাচে খেলবেন। অন্য দিকে বিশ্বকাপে নামার আগে শেষ ম্যাচ জিততে চাইছে অস্ট্রেলিয়াও।
অন্য দিকে আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ জিতেছে মোহনবাগান। ওড়িশার মাঠে গিয়ে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। বেঙ্গালুরু আবার নিজেদের প্রথম ম্যাচ ০-২ গোলে হেরেছে। আইএসএলে ঘরের মাঠে সেই জয়ের ধারা বজায় রাখতে চাইবে মোহনবাগান। বেঙ্গালুরুও চাইবে জয়ে ফিরতে। যুবভারতীতে দেখা যেতে পারে টান টান লড়াই। তাই দু’টি ম্যাচই দেখানোর ব্যবস্থা করেছে সম্প্রচারকারী চ্যানেল।