মন্টি পানেসর
পাক অধিকৃত কাশ্মীরে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। কোনও ভয়ের মুখে দাঁড়িয়ে নেওয়া সিদ্ধান্ত নয় জানিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর।
নিজেকে কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে সরিয়ে নেওয়ার পর তিনি টুইট করে লেখেন, ‘কাশ্মীর প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া নিয়ে আমাকে কেউ ভয় দেখায়নি। আমায় উপদেশ দেওয়া হয়েছে। আমি জানি এর ফলাফল। এটা নিয়ে কথা বলা বন্ধ হোক।’
কাশ্মীর প্রিমিয়ার লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই নেটমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হয় পানেসরকে। অনেকে শালীনতার সীমাও ছাড়িয়ে যান। নেটাগরিকরা বলতে থাকেন, ‘বিসিসিআইয়ের হুমকির মুখেই নতিস্বীকার করেছেন পানেসর।’
ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণেই তিনি খেলতে যেতে চাননি। পানেসর বলেন, ‘‘কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সমস্যা রয়েছে। আমি এর মধ্যে পড়তে চাই না। আমি কাশ্মীরে খেলতে গেলে অস্বস্তিতে পড়তে হতে পারত।’’