Hardik Pandya

ছেলেকে নিয়ে হার্দিকের ছবি ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

তিনি ছেলের দিকে তাকিয়ে হাসছেন। আর ছোট্ট অগস্ত্য ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২২:০১
Share:

ছেলে অগস্ত্যর সঙ্গে হার্দিক পাণ্ড্য। ছবি সৌজন্যে টুইটার।

টেস্ট দলে নেই। তাই দেশে ফিরে এসেছেন। ফেরার আগে মন খারাপ ছিল। কিন্তু ফিরে এসে একেবারে খোশ মেজাজে হার্দিক পাণ্ড্য। কারণ একটাই, ছেলের সান্নিধ্য।

Advertisement

একের পর এক ছবি পোস্ট করছেন হার্দিক। সবই ছেলে অগস্ত্যর সঙ্গে। মঙ্গলবার যে ছবিটি তিনি টুইট করেছেন, তাতে দেখা যাচ্ছে অগস্ত্যকে কোলে নিয়ে রয়েছেন হার্দিক। তিনি ছেলের দিকে তাকিয়ে হাসছেন। আর ছোট্ট অগস্ত্য ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।

ক্যাপশনে হার্দিক লিখেছেন, ‘‘বাবা আর ছেলে। ফাইভ লিটল মাঙ্কি ছড়াটা পড়ে হাসছে।’’

Advertisement

আরও পড়ুন: খারাপ সময় আর কাটছে না ইস্টবেঙ্গলের, এ বার হার হায়দরাবাদের কাছে

হার্দিকের আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সও এই ছবি টুইট করেছে। তারা লিখেছে, ‘‘বেবি পাণ্ড্য আর ড্যাডি পাণ্ড্য।’’ স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে এই ছবি ভাইরাল হয়েছে। এর আগে ছেলেকে কোলে নিয়ে ফিডিং বোতলে দুধ খাওয়ানোর ছবি পোস্ট করেছিলেন তিনি।’’

আরও পড়ুন: বিরাটদের হুঙ্কার ল্যাঙ্গারের, “ভারত মাঠে নামুক একবার”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement