BGBS 2025

শিল্প সম্মেলন: লক্ষ্য পরিবেশবান্ধব শিল্প গড়া, নয়া নীতির কথা তুলে ধরবে শিল্প-বাণিজ্য দফতর

আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ পরিবেশবান্ধব শিল্প তৈরির বিষয়ে নতুন এক সম্ভাবনার কথা তুলে ধরতে চায় শিল্প ও বাণিজ্য দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪২
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

পরিবেশ রক্ষায় এবং স্থায়ী উন্নয়নের লক্ষ্যে পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)-এ পরিবেশবান্ধব শিল্প তৈরির বিষয়ে নতুন এক সম্ভাবনার কথা তুলে ধরতে চায় রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর। অচিরাচরিত শক্তি উৎপাদন এবং কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি নীতি গ্রহণ করা হচ্ছে বলেই শিল্প দফতর সূত্রে খবর। ৫-৬ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলা বিজিবিএস-এ এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

ইতিমধ্যেই রাজ্য এই বিষয়ে দু’টি নতুন নীতি প্রণয়ন করেছে। প্রথমটি ‘গ্রিন হাইড্রোজেন পলিসি’, যা অচিরাচরিত শক্তির ব্যবহারকে উৎসাহিত করবে এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে সহায়তা করবে। দ্বিতীয়টি ‘নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রমোশন পলিসি’, যার মাধ্যমে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন শিল্পে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হবে। শিল্প দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার জন্য জমির কনভার্সন ফি, স্ট্যাম্প ডিউটি এবং বিদ্যুৎ খরচের উপর ছাড় দেওয়া হবে। সরকারের লক্ষ্য এমন শিল্পকে উৎসাহী করা, যা কার্বন নির্গমনের মাত্রা কমিয়ে পরিবেশরক্ষায় সাহায্য করবে।

শিল্প দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পূর্ব কলকাতার ধাপা অঞ্চল, যা আগে শুধুমাত্র আবর্জনার স্থান হিসেবে পরিচিত ছিল, এখন তা শক্তি উৎপাদনে ব্যবহৃত হচ্ছে। ধাপার বর্জ্য ব্যবস্থাপনার উন্নতির ফলে এই অঞ্চল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, যা স্থায়ী উন্নয়নের একটি উদাহরণ। পাশাপাশি, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) প্রতি দিন পাঁচ টন জৈব বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে। এই বিদ্যুৎ ব্যবহার করে নিউ টাউনের রাস্তাগুলি আলোকিত রাখা হচ্ছে। সুন্দরবন অঞ্চলে বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে। এই কেন্দ্র থেকে উৎপাদিত শক্তি প্রত্যন্ত গ্রামের বাড়িগুলিতে বিদ্যুৎ সরবরাহ করছে। সুন্দরবনের মতো প্রত্যন্ত অঞ্চলে এমন উদ্যোগ স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে। সরকারপক্ষ আশা করছে, আসন্ন শিল্প সম্মেলনে এই নীতিগুলির সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব হবে। এই সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতিরা যোগ দেবেন এবং পরিবেশবান্ধব শক্তি উৎপাদনে পশ্চিমবঙ্গের উদ্যোগ সম্পর্কে অবহিত হবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement