ক্যানসারের রিপোর্ট পাওয়ার আগে কী করেন হিনা? ছবি: সংগৃহীত।
তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা খান। গত বছর হঠাৎই মারণরোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। যে দিন প্রথম ক্যানসারের কথা জানতে পারলেন, কী প্রতিক্রিয়া ছিল হিনার?
সম্প্রতি একটি নাচের রিয়্যালিটি শো-এ উপস্থিত ছিলেন হিনা। সেখানেই তাঁকে এই প্রশ্ন করেছিলেন অনুষ্ঠানের বিচারক গীতা কপূর। হিনার উত্তরে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানের বাকি বিচারকেরাও।
হিনা জানান, প্রথম যে দিন ক্যানসারের কথা জানতে পারলেন, সে দিন তাঁর প্রেমিক রকি জয়সওয়াল বাড়িতে এসেছিলেন। চিকিৎসক নিজে হিনাকে এই রোগের কথা বলে উঠতে পারেননি। অভিনেত্রী বলেছেন, "যে দিন ক্যানসারের কথা জানতে পারলাম, আমার প্রেমিক রকি এসেছিল বাড়িতে। চিকিৎসক আমাকে ফোন করেননি। রকিই আমাকে বলেছিল, রিপোর্ট পজ়িটিভ এবং ম্যালিগন্যান্সি রয়েছে।”
রিপোর্ট নিয়ে খুব একটা চিন্তিত ছিলেন না হিনা। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার আগে ভাইকে ফালুদা নিয়ে আসতে বলেছিলেন অভিনেত্রী। আশা করেছিলেন, মিষ্টি কিছু খেলে ভাল খবরই পাবেন। হিনার কথায়, “ভেবেছিলাম বাড়িতে মিষ্টি কিছু খাবার আনালে সব ভাল হবে।”
গত বছর ২৮ জুন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন হিনা। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন ধাপও একে একে তুলে ধরেছিলেন হিনা। প্রথম থেকেই জানিয়েছিলেন, মনের জোর তিনি রাখবেন। রোগ জাঁকিয়ে বসলেও, কাজ চালিয়ে যাবেন, কারণ কাজই তাঁকে মনের জোর দেয়। কেমো নেওয়ার পরে সমস্ত চুল নিজে হাতে কেটে ফেলার ভিডিয়োও ভাগ করে নিয়েছিলেন হিনা। নিজের কাটা চুল দিয়েই বানিয়েছিলেন পরচুলা। আবেগঘন পোস্টে লিখেছিলেন, ‘‘যখন আমার ক্যানসার ধরা পড়ল, আমি জানতাম আমার চুল আর থাকবে না, সব পড়ে যাবে। তাই চুলগুলো ভাল থাকতে থেকেই আমি সেগুলি কেটে ফেলি। আমি নিজের চুল দিয়েই পরচুলা বানানোর সিদ্ধান্ত নিই, আমি জানতাম এই কঠিন সময়ে এই পরচুলাই আমায় শক্তি জোগাবে। এই সিদ্ধান্তে সত্যিই আমার অনেক উপকার হয়েছে, এখন নিজেকে নিয়ে গর্ব হচ্ছে।’’