Harbhajan Singh

Harbhajan Singh: জীবন পূর্ণ হল: দ্বিতীয় সন্তানের বাবা হরভজন সিংহ

বছরের শুরুতে গীতা জানিয়েছিলেন তাঁদের জীবনে নতুন অতিথির কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০২১ ১৬:৪৬
Share:

২০১৫ সালের অক্টোবরে বিয়ে করেন হরভজন এবং গীতা। পরের বছর জন্ম হয় হিন্যার। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফের বাবা হলেন হরভজন সিংহ। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন গীতা বসরা। শনিবার টুইট করে সেই সংবাদ দিলেন ভারতীয় স্পিনার। জানালেন একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি।

Advertisement

টুইট করে হরভজন লেখেন, “ছোট দুটো নতুন হাত ধরব আমরা। ওর ভালবাসা সোনার মতো দামি। এক অসাধারণ উপহার। খুব মিষ্টি, আমাদের জীবন পূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ আমাদের এমন সুন্দর একটি আশীর্বাদ করার জন্য। গীতা এবং সন্তান সুস্থ আছে। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।”

বছরের শুরুতে গীতা জানিয়েছিলেন তাঁদের জীবনে নতুন অতিথির কথা। ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা যায় হরভজন, গীতা এবং তাঁদের মেয়ে হিন্যার ছবি। হিন্যার হাতে ধরা একটা জামায় লেখা, ‘কিছু দিনের মধ্যেই বড় দিদি হব।’ দ্বিতীয় সন্তান আসার খবর তখনই পেয়ে গিয়েছিল সকলে।

Advertisement

২০১৫ সালের অক্টোবরে বিয়ে করেন হরভজন এবং গীতা। পরের বছর জন্ম হয় হিন্যার। প্রায় পাঁচ বছর পর খেলার সঙ্গী পেল সে।

হরভজনকে শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমান সাহা। তিনি টুইট করে লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভজ্জু পা এবং ভাবি। আগামী দিনগুলো সুখের হোক।’ দলের স্পিনারকে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএল-এ দুই লক্ষ টাকা দিয়ে হরভজনকে কিনে নেয় কলকাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement