বিস্ফোরক ব্যাটিং করার জন্য বিখ্যাত রোহিত। —ফাইল চিত্র।
পাকিস্তানের ক্রিকেট-ভক্তরা বিরাট কোহালির সঙ্গে তুলনা করেন বাবর আজমের। পাক-মুলুকের প্রতিশ্রুতিমান খেলোয়াড় হায়দর আলির আদর্শ আর একজন ভারতীয় ক্রিকেটার। তিনি ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা।
এক ভিডিয়ো বার্তায় হায়দর নিজেই তা জানিয়ে বলেছেন, ‘‘রোহিত শর্মা আমার আইডল। ওর স্ট্রাইক রেট দারুণ। খেলার সময়ে সেটাই আমি মাথায় রাখি। স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টা করি।’’
ডান হাতি ব্যাটসম্যান হায়দর। পাকিস্তান সুপার লিগের ৯টি ম্যাচে ২৩৯ রান করেছেন তিনি। পিএসএল-এ আক্রমণাত্মক ব্যাটিং করতেই দেখা গিয়েছে হায়দরকে। তাঁর ব্যাটিং দেখার পরে ধারাভাষ্যকার রামিজ রাজা ভারত অধিনায়ক কোহালি, বাবর আজমের সঙ্গে হায়দরের তুলনা টানেন। প্রতিশ্রুতিমান ক্রিকেটারকে পরামর্শ দিয়ে রামিজ বলেছেন, ‘‘হায়দরকে খেলায় ধারাবাহিকতা আনতে হবে। তিন নম্বরই ওর সঠিক পজিশন।’’
আরও পড়ুন: সচিনকে নিয়ে আজহারের একটা সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটকে
পাওয়ার হিটিংয়ে দক্ষ হায়দর। তবে ব্যাট করার সময়ে হায়দর যেন পরীক্ষা নিরীক্ষার রাস্তায় না হাঁটেন, সেই পরামর্শই দিয়েছেন রামিজ। বাবর আজম ও কোহালি ঠিক যে ভাবে ব্যাট করেন, হায়দরকেও ঠিক সে ভাবেই ব্যাটিং করতে বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। রামিজ বলেছেন, ‘‘কোহালি-আজম খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করে না ব্যাট করার সময়ে। ওরা সনাতনী শটই খেলে। হায়দরকেও ওদের মতোই খেলতে হবে।’’